বায়োপিক প্রযোজনা করবেন আমির
২৭ জুলাই ২০১৮ ১৬:৫৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বলিউডে বায়োপিক নির্মাণের হিড়িক পড়েছে। চলতি বছরে ‘সঞ্জু’ তো মুক্তি পেয়েই গেছে, মুক্তির অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকটি। এরমধ্যে খবর এলো, বায়োপিক নির্মাণের মিছিলে যোগ দিয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
ভারতের বিখ্যাত সংগীত শিল্পী গুলশান কুমারের বায়োপিক নির্মাণ করবেন আমির। টি-সিরিজের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি পরিচালনা করবেন ‘জলি এলএলবি’ ছবির পরিচালক সুভাষ কাপুর। এতোদিন গুলশান কুমারের চরিত্রে অক্ষয় কুমারের অভিনয়ের কতা শোনা গেলেও শেষপর্যন্ত তা আর হচ্ছে না। সিডিউল সমস্যার কারণে এই ছবি থেকে সরে এসেছেন ‘খিলাড়ি’ তারকা।
পরিচালক রাজকুমার হিরানির অনুরোধেই গুলশান কুমারের বায়োপিক প্রযোজনায় উৎসাহ দেখিয়েছেন আমির খান। চিত্রনাট্যের প্রথম ড্রাফট তৈরি হওয়ার পর টি-সিরিজের চেয়ারম্যান ভূষণ কুমার চেয়েছিলেন রাজকুমার হিরানি সেটা পড়ুন। স্ক্রিপ্টটা পড়ার পর হিরানির এতই ভাল লাগে যে তিনি ছবিটি প্রযোজনা করতে আমিরকে অনুরোধ করেন। আর তাই হিরানির জন্যই এই ছবিতে ঢুকে পড়েন আমির।
ছবির নাম রাখা হয়েছে ‘মুঘল’। এতে গুলশান কুমারের উত্থান ও খ্যাতির বর্ণনা করা হবে। সম্প্রতি ছবিটির মুক্তির সময় প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। টুইটের মাধ্যমে তারা জানিয়েছে ২০১৯ সালের ক্রিসমাসে মুক্তি দেয়া হবে ছবিটি। অর্থাৎ ২০১৯ সালের ডিসেম্বরে মুক্তি পাবে ‘মুঘল’। গুলশান কুমার ১৯৯৭ সালে আততায়ীর গুলিতে মারা যান।
সারাবাংলা/টিএস/পিএ