Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো উচ্চাঙ্গ সংগীত উৎসব


২৬ ডিসেম্বর ২০১৭ ২১:০৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ২১:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

শুরু হলো বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের ষষ্ঠ আসর। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ড. এল সুব্রহ্মণ্যন এবং আস্তানা সিম্ফনি ফিলহারমোনিকের অর্কেস্ট্রা পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, আবাহনী লিমিটেডের সভাপতি সালমান এফ রহমান, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী।

বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে গেল পাঁচ বছর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই উৎসব হলেও এবার হচ্ছে ধানমন্ডির আবাহনী মাঠে। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে গবেষক, চিন্তাবিদ ও শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানকে।

বিজ্ঞাপন

এরপর সরোদ বাজাবেন রাজরূপা চৌধুরী, ফিরোজ খান ও পূর্বায়ন চ্যাটার্জি। খেয়াল পরিবেশন করবেন বিদুষী পদ্মা তালওয়ালকর, সুপ্রিয়া দাস ও বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা। বাঁশিতে সুর তুলবেন রাকেশ চৌধুরী।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর