প্রতিষ্ঠার ৪৬ বছরে ঢাকা থিয়েটার
৩০ জুলাই ২০১৮ ১৪:৫৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সুবর্ণ জয়ন্তী উদযাপনের বাকি মাত্র পাঁচ বছর। গতকাল (২৯ জুলাই) দেশের ঐতিহ্যবাহী নাটকের দল ঢাকা থিয়েটার পা দিয়েছে তার প্রতিষ্ঠার ৪৬তম বছরে। প্রতিষ্ঠাকাল ১৯৭৩ সালের ২৯ জুলাই। পাড় করা ৪৫ বছরে দলটি মঞ্চে এনেছে ৩০টিরও বেশি সফল মঞ্চনাটক এবং সাতটি পথনাটক।
প্রতিষ্ঠাবার্ষিীকর দিনটি জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে ঘরোয়াভাবেই উদযাপন করলেন দলটির নবীন-প্রবীণ সদস্যরা। সবাই মিলে মেতেছেন আনন্দে। সাথে ছিলো স্মৃতিচারণ। প্রবীণদের স্মৃতিচারণ অবাক ও বিস্মিত করে নবীনদের। তারা অনুপ্রাণিত হন বড়দের কথা শুনে। আনন্দ-আড্ডা ছাড়াও বিশেষ দিনটিকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও পালন করা হয়।
ঢাকা থিয়েটারের প্রথম নাটক ‘সংবাদ কার্টুন’। নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা নাটক থেকে এর নির্দেশনা দিয়েছিলেন সেই সময়ের তরুণ মুক্তিযোদ্ধা ও নাট্যকর্মী নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। একইসঙ্গে মঞ্চস্থ হয় হাবিবুল হাসানের লেখা ও নির্দেশনায় ‘সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ’ নাটক। ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে হয়েছিল নাটক দুটির মঞ্চয়ন।
পরবর্তীতে এই নাটকের দল থেকেই বেরিয়ে এসেছে অনেক অনেক প্রতিভাবান অভিনয়শিল্পী, নির্দেশক। তাদের মধ্যে অন্যতম সৈয়দ সালাউদ্দিন জাকী, শিমুল ইউসুফ, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফারুক আহমেদ, মাজুনুন মিজান। প্রয়াত হুমায়ূন ফরিদীও ছিলেন ‘ঢাকা থিয়েটার’র সদস্য।
সারাবাংলা/পিএ/পিএম