Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই দেশের বাউলদের মিলনমেলা [ফটো স্টোরি]


৩০ জুলাই ২০১৮ ১৮:৩৭

দুই বাংলার বাউল শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনের বাউল সংগীত উৎসব। শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গত ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত হয় এই অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন প্রায় দুই শতাধিক বাউল শিল্পী।

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাউল দর্শনের শান্তিবাদি মানবতার কথা ছড়িয়ে দেয়া ছিল এই উৎসবের মূল উদ্দেশ্য। এছাড়া পাঠ্যবই থেকে লালনকে বাদ দেয়ারও নীরব প্রতিবাদ ছিল এই অনুষ্ঠানে।

‘সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ মোকাবিলায় বাউল দর্শনের প্রয়োজনীয়তা’-এই বিষয়ের ওপর অনুষ্ঠিত হয় সেমিনার। ‘মনুষত্ত্ব যার সত্য হয় মনে, সে কি অন্য তত্ত্ব মানে’- স্লোগান নিয়ে অনুষ্ঠিত উৎসবে গান পরিবেশন করবেন শফি মন্ডল, সালমা আক্তার, টুনটুন ফকির, বিউটি, সঞ্চয় কিতনিয়া, মেরিনা, হৃদয় সরকারসহ আরও অনেকে।

উৎসবের তিন দিন ঘুরে আয়োজেনে অংশগ্রহনকরা বাউলদের ছবি তুলেছেন আব্দুল্লাহ আল মামুন এরিন

বিজ্ঞাপন

 

 

 

 

 

 

 

 

দুই বাংলা বাউল সংগীত শিল্পকলা একাডেমি

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর