Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আট বছর পর সাসটেইনের অ্যালবাম


১ আগস্ট ২০১৮ ১৭:১৯

সাসটেইন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দেশের নব্বই দশকের ব্যান্ডদল সাসটেইন। চট্টগ্রামভিত্তিক এই ব্যান্ড তাদের যাত্রা শুরু করে ১৯৯৫ সালে। ইতিমধ্যে সাসটেইন ব্যান্ডের সাতটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এবার অনলাইন প্ল্যাটফর্মে ব্যান্ডটি প্রকাশ করলো তাদের অষ্টম অ্যালবাম ‘পপকর্ণ’।

এমই লেবেল (মাশরুম এন্টারটেইনমেন্ট) অনলাইনে এনেছে অ্যালবামটি। এছাড়া গানগুলো পাওয়া যাচ্ছে আই-টিউনস, অ্যামাজান, স্পটিফাই, ইউটিউব, জিপি মিউজিকসহ আরও কিছু ওয়েবসাইটে।


আরও পড়ুন :  শোকের মাসে শিল্পকলার কর্মসূচি


‘পপকর্ণ’ অ্যালবামে ছয়টি গান আছে। গানগুলোর শিরোনাম হলো যান্ত্রিক, কৃত্তিম ভালোবাসা, যাচ্ছি বহুদূর (রাসেলের কণ্ঠে), জয় বাংলা, পথ চলা, যাচ্ছি বহুদূর (আরাফাতের কণ্ঠে)। সবগুলো গানের কথা লিখেছে ব্যান্ড সাসটেইন। অ্যালবামের মিক্স  মাস্টারিং করেছেন বখতিয়ার হোসাইন।

সাসটেইন ব্যান্ডের সদস্যরা হলেন- কণ্ঠে আরাফাত এবং রাসেল, গিটারে শাওন, ড্রামসে আরশাদ, বেজ গিটারে আলমগীর, পার্কিউশনে নয়ন এবং রানা কিবোর্ডে।

২০০৪ সালে বাজারে আসে সাসটেইন ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘পবিত্র প্রেম’। সাসটেইন ব্যান্ডের অন্যান্য অ্যালবামগুলো হলো ‘একাত্তর’ (২০০৭), ‘রহস্য’ (২০১০)। মিশ্র অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘মুখোশ’ (২০০৮), ‘বি-রক’, ‘ডাক’ (২০১৩), ‘সাম্পান’ (২০১৩)।

সারাবাংলা/পিএ/পিএম

অ্যালবাম পপকর্ণ ব্যান্ড সাসটেইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর