সিনেমার ঘোষণা দিয়ে শীতনিদ্রায়
৫ আগস্ট ২০১৮ ১৬:২১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
প্রেম নয়, যন্ত্রণার গল্প বলতে ‘ক্ষত’ শিরোনামে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি। সেটিও মার্চ মাসের নবম দিনের কথা। এরপর পাঁচ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ছবিটির কাজ শুরু করতে পারেননি তিনি। এমনকি নির্মাণের সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেও এক রকম ঘরেই বসে আছে তার নির্মাতা দল।
মজার ব্যাপার হলো ‘ক্ষত’ প্রসঙ্গে সারাবাংলাকে নিশ্চিত করে কিছু বলতে পারেননি রনি। এই প্রতিবেদককে তিনি জানিয়েছেন, চলতি বছরে হয়তো ক্ষতের নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে না। এজন্য বৈরী আবহাওয়াকে দায়ি করেছেন তিনি। রনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল বর্ষা শেষে সিনেমাটির শুটিং শুরু করব। কিন্তু এখন মনে হচ্ছে এবছরে আর শুরু করা সম্ভব না। আমরা জানুয়ারিতে দৃশ্যায়নে যেতে চাই।’
আরও পড়ুন : নওশাবার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা
মার্চে ক্ষত ছবির মহরৎ হয়েছিল বেশ বড় পরিসরে। এর একটি কারণ এই ছবিটি দিয়েই প্রযোজনায় নাম লেখাতে যাচ্ছেন পরীমনি। ফলে শুরুতেই বড় করে একটা জানান দেয়ার চেষ্টা ছিল তার আয়োজনে। বিনোদন পাতার খবরে ভালোই সাড়া ফেলেছিল ছবিটি। তবে জানান দিয়েই পরী চলে গেছেন শীতনীদ্রায়। এমনকি বেশ কয়েকবার তার মুঠোফোনে যোগাযোগ করতে চেয়ে পাওয়া যায়নি তাকে।
পরী উত্তর না দিলেও, ক্ষত সিনেমার নায়ক জায়েদ খান ঠিকই ধরলেন ফোন। জানালেন ‘প্রতিশোধের আগুন’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে রওনা হচ্ছেন তিনি। ‘ক্ষত’ ছবির প্রসঙ্গ তুলতেই তিনি এক কথায় উত্তর দেন, ‘জানি না’। পরে বলেন, ‘আমি ছবিটির নায়ক, প্রযোজক নই।’ বিস্তারিত জানতে ছবিটির প্রযোজক পরীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
আরও পড়ুন : শেষ হলো তিনদিনের আর্টক্যাম্প
‘ভালোবাসা সীমাহীন’ শিরোনামের একটি ছবিতে জায়েদের নায়িকা হয়ে বাংলা সিনেমায় প্রবেশ করেছিলেন পরীমনি। এরপর ‘নগর মাস্তান’ ও ‘অন্তর জ্বালা’ ছবিতেও দেখা গেছে এই জুটিকে। ফলে এই জুটিকে নিয়ে বাংলা সিনেমার দর্শকদের রয়েছে আলাদা আগ্রহ। দর্শকদের চাওয়া ছবিটির নির্মাণযজ্ঞ যেন দ্রুত শেষ হয়ে প্রেক্ষাগৃহে দেখানো হয়।
সারাবাংলা/টিএস/পিএ