Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আব্দুল আলীমকে স্মরণ


২৮ ডিসেম্বর ২০১৭ ১০:৪৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

বাংলা লোক সঙ্গীতের ইতিহাসে আব্দুল আলীম এক বিস্ময়ের নাম। কিংবদন্তী এই শিল্পীর গানে জীবন ও সৃষ্টি সম্পর্কে মরমী চেতনা একাকার হয়ে ছিল। ভাববাদী এ শিল্পীকে আগামীকাল শুক্রবার জাতীয় জাদুঘরে স্মরণ করা হবে।

প্রধান অতিথি হিসেবে আব্দুল আলীম স্মরণ করবেন কবি ও গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান। শিল্পীর জীবন ও কর্মের উপর আলোচনা করবেন তাসমিমা হোসেন এবং শিল্পীপুত্র ও লোকশিল্পী আজগর আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

আবদুল আলীম জীবদ্দশায় ও মরণোত্তর বিভিন্ন পুরস্কার লাভ করেন। এরমধ্যে একুশে পাদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার, বাচসাস চলচ্চিত্র পুরস্কার ও স্বাধীনতা পুরস্কার উল্লেখযোগ্য। তিনি সঙ্গীত কলেজের লোকসঙ্গীত বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ছিলেন।

পল্লীগানের এই কালজয়ী শিল্পী, ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মাত্র ৪৩ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর