Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে সালমান শাহ উৎসব


১১ আগস্ট ২০১৮ ১৫:৫৩

সালমান শাহ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

সালমান শাহ মারা গেছেন দুই দশক আগে। কিন্তু এখনো বাংলা সিনেমার দর্শকদের মনে রয়ে গেছে তার প্রভাব। এখনো চলচ্চিত্রে সক্রিয় যেকোন নায়কের তুলনায় বেশি জনপ্রিয় তিনি। তাই সালমানকে নিয়ে এখনো চলে আলোচনা। সাধারণ দর্শকদের ভেতর তার প্রভাব নিয়ে নিয়মিত চর্চা হয়। গত ঈদে মুক্তি পাওয়া ‘পোড়ামন ২’ ছবিতেও অনেকটা জুড়েই ছিলেন সালমান। এমনকি ছবিটির গল্পও ছিলো তার ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির ছায়া।

বিজ্ঞাপন

চলচ্চিত্রে মাত্র চার বছর অভিনয় করেছেন সালমান শাহ। এই অল্প সময়ের ভেতরেই ২৭টির মতো ছবিতে দেখা গেছে তাকে। যার বেশিরভাগই পেয়েছে ব্যাবসায়িক সফলতা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা গেছেন সালমান। তবে তার মৃত্যুটি এখনো রহস্য হয়েই নাড়া দেয় দর্শকের মনে।

এক সময়ের পর্দা কাঁপানো এই নায়ককে নিয়েই আসছে ঈদে অনুষ্ঠিত হবে ‘সালমান শাহ উৎসব’। বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি আয়োজন করছে এ উৎসব। এ উপলক্ষ্যে ঈদুল আজহায় নাগরিক টিভিতে প্রচারিত হবে সালমান শাহ অভিনীত ৮টি ছবি।

ঈদের দিন সকাল ১০টায় প্রচার হবে ‘মহামিলন’এবং দুপুর ১টায় প্রচার হবে ‘সত্যের মৃত্যু নেই’ ছবি দুটো। এরপর ঈদের দ্বিতীয় দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন দুপুর একটায় প্রচার হবে সালমান অভিনীত সিনেমা। যেখানে রয়েছে ‘স্বপ্নের নায়ক’, ‘জীবন সংসার’,‘আনন্দ অশ্রু’, ‘স্নেহ’,‘প্রিয়জন’ ও ‘বিক্ষোভ’-এর মতো দর্শক নন্দিত ছবিগুলো।

সালমানকে ধরা হয় ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও পরে তিনি চলচ্চিত্রে একজন জননন্দিত শিল্পী হয়ে উঠেন। ১৯৯৩ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত। ছবিটির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনেরও অভিষেক হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএম

সালমান শাহ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর