Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবল ক্রিকেটের দ্বন্দ্ব


১৪ আগস্ট ২০১৮ ১৯:৫২

বড় বল ছোট বল

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।। 

একজন ফুটবল খেলোয়াড়ের প্রতিষ্ঠা পাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক। শিরোনাম ‘বড় বল ছোট বল’।  ঈদের বিশেষ নাটক ‍হিসেবে এটি দেখানো হবে চ্যানেল আই-এ। নাটকটি লিখেছেন লেখক, নাট্যকার রেজানুর রহমান।

নাটকে যে ফুটবলারকে দেখানো হবে, তার বাবাও এক সময় ছিলেন নামকরা ফুটবলার। অথচ ছেলেকে তিনি ফুটবলার হিসেবে দেখতে চান না। তিনি চান ছেলে ফুটবল ছেড়ে দিয়ে চাকরি করুক। তাহলে তার পরিবারে কোন আর্থিক সংকট থাকবে না। কিন্তু ছেলের স্বপ্ন বড় ফুটবলার হওয়ার। ফুটবলের মাধ্যমেই দেশকে সে একটা কিছু দিতে চায়।


আরও পড়ুন :  ট্রেইলার-গানে অনলাইন মাতাচ্ছে ‘বেপরোয়া’


কিন্তু স্বপ্ন পূরণের আগেই ফুটবলারের সংসারে সৃষ্টি হয় অস্থির অবস্থার। এমন পরিস্থিতিতে শহরে আবির্ভাবে ঘটে একজন ক্রিকেটারের। ফুটবলার যাকে ভালোবাসে সেই প্রিয়ার সঙ্গে ক্রিকেটারের বিয়ের প্রস্তাব আসে। প্রিয়ার বাবাও প্রস্তাবে সম্মতি জানায়। প্রিয়াকে নিয়ে চলে যেতে চায় ক্রিকেটার। পথে দেখা হয় ফুটবলারের সঙ্গে। তারপরই ঘটে বিস্ময়কর এক ঘটনা।

‘বড় বল ছোট বল’ নাটকে ফুটবলারের ভূমিকায় অভিনয় করেছেন রওনক হাসান। তার প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর। ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছেন সুকর্ন হাসান।

এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, জিয়াউল হাসান কিসলু, মাহবুবা রেজানুর, মোশারফ হোসেন, জিএম সালাউদ্দিন, মিন্টু সরদার। ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটকটি প্রচার হবে।

সারাবাংলা/টিএস/পিএ

উর্মিলা শ্রাবন্তী কর নাটক রওনক হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর