গোলকধামে কী করছেন সেলিম?
২৯ ডিসেম্বর ২০১৭ ১২:১১
এন্টারটেইনমেন্ট ডেস্ক
বলা নেই কওয়া নেই হঠাৎ করে চোখে ‘কালা চশমা’ লাগিয়ে এ কি করছেন শহিদুজ্জামান সেলিম? চোখ ঠিক আছে তো তার? না, চেখে সমস্যা নেই। অভিনয়ের জন্য এই লুক তার। অন্ধের মতো দেখা গেলেও, তিনি কিন্তু বায়কেমিস্ট। নাম তার নিহার রঞ্জন দত্ত।
এতক্ষণে বুঝে গেছেন হয়ত অনেকে। বায়কেমিস্ট নিহার রঞ্জন দত্ত চরিত্রটি সত্যজিৎ রায়ের সৃষ্টি। বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের গোলোকধাম রহস্য সিরিজে পাওয়া যায় এই চরিত্রটিকে।
এবার চরিত্রটি দেখা যাবে পর্দায়। ‘গোলকধাম রহস্য’ নামে নির্মাণ করা হয়েছে টিভি সিরিজ। বায়োস্কোপ অনলাইনে টিভি সিরিজটি দেখা যাবে শুক্রবার (২৮ ডিসেম্বর) রাত থেকে। চারটি পর্বে পুরো গল্পটি পাবেন দর্শকরা।
গোলকধাম রহস্যে এদেশের শহিদুজ্জামান সেলিম ছাড়াও অভিনয় করেছেন রওনক হাসান ও আহসান হাবিব নাসিম। ফেলুদা চরিত্রে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। টিভি সিরিজ পরিচালনাও করছেন তিনি। তপসে চরিত্রে আছেন রিদ্ধি সেন।
সারাবাংলা/পিএ/টিএস