Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনে রেখো’র প্রথম ঝলক


১৫ আগস্ট ২০১৮ ১৮:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বনি কাপুরকে বাংলাদেশের মানুষ চিনেছে ‘বরবাদ’ ছবিটি দিয়ে। সিনেমাটি কলকাতার হলেও অন্তর্জালের কল্যানে দেখেছে এপারের দর্শকেরাও। সেই সঙ্গে বনির ভক্তও বনেছেন অনেকে। বনি এবার অভিনয় করেছেন একটি বাংলাদেশি সিনেমায়। তার সঙ্গে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ছবির নাম মনে রেখো।

‘মনে রেখো’ মুক্তি পাবে ঈদুল আজাহায়। এ উপলক্ষে বুধবার প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম ঝলক। টিজার দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে, কিশোর বয়সের প্রেম ও সংঘাত নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। গল্পের উপস্থাপনায় রয়েছে পারিবারিক আবহ। মনে রেখো পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

বিজ্ঞাপন

আসছে ঈদে সুমনের আরও একটি সিনেমা আসবে প্রেক্ষাগৃহে। ‘ক্যাপ্টেন খান’ শিরোনামের ওই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলি। তবে সেই ছবিটির ট্রেইলার বা টিজার কিছুই প্রকাশ করেননি নির্মাতা। যদিও ছবিটি ইতোমধ্যে জমা পড়েছে সেন্সরে।

সেন্সরে অবশ্য ‘মনে রেখো’ ছবিটিও জমা দিয়েছেন সুমন। সবকিছু ঠিক থাকলে দুটি ছবি একসঙ্গেই পাবে প্রদর্শণের টিকিট। ‘ক্যাপ্টেন খান’ শাপলা মিডিয়ার সিনেমা হলেও, ‘মনে রেখো’ ছবিতে অর্থ লগ্নি করেছে হার্টবিট প্রডাকশন।

https://www.youtube.com/watch?v=DinHqMWr6Ro

সারাবাংলা/টিএস/পিএ

ঢালিউড বনি কাপুর মনে রেখো মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর