Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিভিতেও ‘বসগিরি’ করবেন শাকিব


২২ আগস্ট ২০১৮ ১৩:৫০

শাকিব খান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঈদের বিনোদন মানেই যেন শাকিব খান। ঢাকাই সিনেমার এই সুপারস্টার বরাবরই মাতান রুপালি পর্দা। একই সঙ্গে ছোট পর্দাতেও থাকে তার সরব উপস্থিতি।

ঈদুল আজহাতে শাকিব খান অভিনীত অনেক সিনেমাই দেখতে পাবেন দর্শকরা। তবে তার মধ্যে একটি সিনেমার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সেই সিনেমাটি হলো ‘বসগিরি’। এই ঈদে টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটির।

এটিএন বাংলায় ঈদের দ্বিতীয় দিন বিকেল ৩টায় প্রচার হবে শাকিব খান ও বুবলি অভিনীত এই সিনেমা। টপি খান প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী।

রম-কম অ্যাকশন ঘরানার ছবিটি মুক্তি পায় ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা বুবলির।

সারাবাংলা/পিএ/টিএস

শাকিব খান সবগিরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর