Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে গাইবে ব্যান্ড ‘কুঁড়েঘর’


১ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২৬

কুঁড়েঘর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘কুঁড়েঘর’ ব্যান্ডের বয়স মাত্র দুই বছর। দ্বিতীয় বছরে পা দিয়েই ভারতের আগরতলায় গান গাইতে যাচ্ছে  ব্যান্ডদলটি। ‘মিউজিক লাভার গ্রুপ’ এর দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ (১ সেপ্টেম্বর) পরিবেশনা করবে ব্যান্ডটি।

সাত সদস্যের ব্যান্ড ‘কুঁড়েঘর’। ব্যান্ডের ভোকালে আছেন তাসরিফ খান, লিড গীটারে সালেহ আহমেদ সামি, ড্রামসে প্রিয়ম মজুমদার, বাশিতে ইয়ামিন প্রান্ত, বেইজ গিটারে স্মরণ মৃদুল, পারকেশনে স্রাবন সাব্বির ও গিটারে তানজীব খান।

৫ জানুয়ারি ২০১৭ তে যাত্রা শুরু হয় ব্যান্ড কুঁড়েঘরের। ব্যান্ডটি কখনো বাসার ছাদে কিংবা কখনো কলেজ ক্যাম্পাসে আড্ডার ছলে করে নিত তাদের ব্যান্ড চর্চা। শুরুটা কাভার সং দিয়ে হলেও পরবর্তিতে নিজেদের গান তৈরি শুরু করে ব্যান্ড সদস্যরা।

এরইমধ্যে কুঁড়েঘর ব্যান্ডটি চিরকুট, অ্যাশেজ, আভাসসহ আরও বিভিন্ন ব্যান্ডের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করেছে। বেশ কিছু লাইভ গানের অনুষ্ঠানে অংশ নিয়েছে ব্যান্ডটি।

এবার নিজের দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায় পরিবেশনা করবে ব্যান্ড কুঁড়েঘর।

সারাবাংলা/পিএ

কুঁড়েঘর ব্যান্ড

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর