Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইপিস্ট হাসান ইমামের জীবনের গল্প!


৩১ ডিসেম্বর ২০১৭ ১৫:০৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৭ ১৫:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

রবিবারের ব্যস্ত দুপুর। প্লেসক্লাবের উল্টো দিকটায়, যেখানে অসংখ্য টুকরো সাইনবোর্ড ঝোলে- ‘নোটারি করা হয়’, কিংবা ‘টাইপ প্রতি পাতা ১০০ টাকা’; সেখানে সারি সারি টেবিলের একটাতে এ দিন দেখা গেলো হাসান ইমামকে। ফলে চলতে থাকা ভীড়, সিগনালে প্রায় দমবন্ধ হয়ে বসে থাকা ভীড় চমকে উঠলো।

 

আরও বেশি বিস্ময়জাগানিয়া হয়ে উঠলো হাসান ইমামের হাতে প্রায় প্রাচীন টাইপ রাইটার, তিনি ক্রমাগত আঙ্গুল চালাচ্ছেন- এ দৃশ্য দেখে। জানা গেলো, নাম তার হাসান সাহেব। ওই একইস্থানে বসে দলিল-চিঠি-দরখাস্ত টাইপ করতে করতে চলে গেছে সারাটা জীবন। এখন তিনি শেষ বয়সে। মুখের বলিরেখা আরও স্পষ্ট হয়েছে। কমে গেছে দৃষ্টি শক্তি, চলাচলের গতি।

বিজ্ঞাপন

এমন চরিত্র নিয়ে হাসান ইমাম এ দিন দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য টাইপিস্ট’-এর প্রথম দিনের শুটিংয়ে চরিত্রটি নিয়ে তাকে বেশ প্রত্যয়ী দেখা গেলো।

‘দ্য টাইপিস্ট’-এর গল্পকার নাজিরী সাগর জানাচ্ছিলেন- মাত্র ছয়টি দৃশ্য আছে এ স্পল্পদৈর্ঘ্যরে চিত্রনাট্যে। এক দৃশ্য থেকে পরবর্তী দৃশ্যের ব্যবধান এক বছরের! এরমধ্যে হাসান ইমামের বৃদ্ধ জীবনেও আসে ভাঙ্গাগড়ার খেলা।

স্পল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করছেন নাঈম হক। ‘দ্য টাইপিস্ট’ ঘুরবে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে- এমনই আভাস দিলেন তিনি।

ছবি : নূর

সারাবাংলা/কেবিএন/পিএম

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর