Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্প্রদায়িক সম্প্রীতির ‘ছেলেমানুষী’


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৯

সাম্প্রদায়িক সম্প্রীতির ‘ছেলেমানুষী’

‌‌‌এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

‘এটি আমার প্রথম নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মানিক বন্দ্যোপধ্যায়ের একটি ছোটগল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করেছি। ১৯৪৭ পরবর্তী সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান বসবাসরত হিন্দু-মুসলিম সম্পর্কের প্রেক্ষপট তুলে ধরা হয়েছে এতে। হিন্দু-মুসলিমের মধ্যে পারস্পরিক হৃদ্যতা দেখা যায়। তবে এর ভেতরও একটা ফাঁক থেকে যায়। বড়দের মধ্যে এই ভেদাভেদটা থাকে। ছোটরা আসলে এই বিষয়গুলো বোঝেনা। ধর্মের ব্যাপারটি ওদের কাছে বড় কিছু নয়। মূলত সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলার চেষ্টা করেছি এই ছবিতে।’

এভাবেই নিজের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে সারাবাংলার কাছে অভিমত ব্যক্ত করেছেন নির্মাতা সাকি ফারজানা। ছবির নাম ‘ছেলেমানুষী’।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  বাংলা ছবি সংরক্ষণের উদ্যোগে অমিতাভ


প্রথম নির্মাণেই সফলতা পেয়েছেন সাকি ফারজানা। গত ২১-২৮ জুন ভারতের হায়দারাবাদ ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে ‘ছেলেমানুষী’র প্রিমিয়ার হয়। পরবর্তীতে রাশিয়ার মস্কো শটসে গত ১৩ জুলাই প্রদর্শিত হয় ছবিটি। এছাড়া যুক্তরাজ্যের স্মল এক্স অ্যাট তলপাডলে র‌্যাডিক্যাল ফিল্ম ফেস্টিভ্যালে সেমিফাইনালিস্ট হিসেবে প্রতিযোগিতা করে ২০ জুলাই প্রদর্শিত হয়।

সম্প্রতি ভারতের নাগাওন ইন্টারন্যাশনাল শর্টফিল্ম এন্ড ডকুমেন্টারি ফেস্টিভ্যাল এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল,পুনেতে  প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। কানাডার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মন্ট্রিল উৎসবেও নির্বাচিত হয়েছে ছেলেমানুষী। সেখানেও ছবিটি সেমিফাইনালিস্ট হিসেবে প্রতিযোগীতা করছে।

বিজ্ঞাপন

প্রথম নির্মাণে এমন সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত এই নারী নির্মাতা। তবে এই ধরনের একটি স্পর্শকাতর বিষয়ে কেন বেছে নেয়া হলো? প্রশ্নের উত্তরে তিনি বলেন-

‘একজন হিন্দুর বাড়িতে কোনো মুসলিম বেড়াতে গেলে কিংবা মুসলমানের বাড়িতে কোনও হিন্দু বেড়াতে এলে খাবার সময় কিছু সংকীর্ণতা চোখে পড়তো। ছোটবেলা থেকে এটা দেখে আসছি। হিন্দুদের সাথে সম্পর্ক আছে আবার সেই সম্পর্কের মাঝে দূরত্বও রয়ে গেছে। ধর্ম মানুষকে ভাগাভাগি করে ফেলে। বিষয়টি আমাকে অনেক আগে থেকে ভাবিয়ে তুলেছে। যার প্রতিফলনস্বরূপ আমার এই ধরনের গল্পে ছবি নির্মাণ। আমি বিশ্বাস করি, মানুষের পরিচয় মানুষ। অন্যকিছু নয়। এই বিশ্বাস সবার ধারণ করা উচিত। ’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নন্দিতা বৈষ্ণব, মাহবুবা ছায়া, রোকন হোসেন, বাহাউদ্দিন বিশাল, সুবর্ণা ধর। প্রধান দুই শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে হৃষিক অরিত্র এবং তপস্যা।


আরও পড়ুন :

‘‌ঢাকা’কে নওয়াজউদ্দিনের না     *     শিল্পী সংস্থার দুই দিনের রবীন্দ্র-স্মরণানুষ্ঠান শেষ


সারাবাংলা/আরএসও/পিএম

ছেলেমানুষী মানিক বন্দ্যোপধ্যায় সাকি ফারজানা সাম্প্রদায়িক সম্প্রীতি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর