Saturday 26 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মি টু পুরুষদের দোষী করার অস্ত্র নয়’


২১ অক্টোবর ২০১৮ ১৬:০৪ | আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ১৮:২৬

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমার সেটে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন চিত্রাঙ্গদা সিং। সেটি মিটু হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করেছেন এই বলিউড অভিনেত্রী। এবার ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘এই আন্দোলন পুরুষের বিরুদ্ধে নয়। এটি পুরুষ বনাম নারীর বিষয়ও নয়। মিটু আন্দোলন আমাদের সমাজকে নিরাপদ করার বিষয়ে একটি পদক্ষেপ। এটি পুরুষদের দোষী করার অস্ত্র নয়।’


আরও পড়ুন :  আন্তর্জাতিক পর্যায়ে তানভীর ইসলাম


চিত্রাঙ্গদা আরও বলেন, ‘আমি মনে করি না যে, কোনো আন্দোলন কেবল একটি নির্দিষ্ট লিঙ্গের। যতক্ষণ এতে অন্য মানুষরা যোগ না দেন, পাশে না দাঁড়ান, ততক্ষণ সেই আন্দোলন গতি পায় না। যতক্ষণ পর্যন্ত না আমাদের সমাজের পুরুষেরা এগিয়ে আসছেন, সেই নারীর পাশে দাঁড়াচ্ছেন এবং তাকে নিরাপদবোধ করতে ভরসা দিচ্ছেন, ততোক্ষণ পর্যন্ত এই আন্দোলন সত্যিই কঠিন।’

অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এজন্য তনুশ্রীকে অভিনন্দন জানিয়ে চিত্রাঙ্গদা বলেন, ‘আমি এখানে তনুশ্রী দত্তকে উদ্ধৃত করতে চাই। তিনি ঠিকই বলেছিলেন যে মিটু আন্দোলনের জন্য সমাজকে একটি যথার্থ পরিবেশ তৈরি করতে হবে। আমাদের ইচ্ছায় আমাদের সৎ হতে হবে, কেবল ধারণায় নয়।’

উল্লেখ্য, মিটু আন্দোলনে এখন পর্যন্ত নানা পাটেকর, আনু মালিক, অলোক নাথ, অমিতাভ বচ্চনের মতো অভিনেতার নামে অভিযোগ এসেছে।

সারাবাংলা/টিএস/এএসজি


আরও পড়ুন :

টিভি পর্দায় সিরাজউদ্দৌলা’র বউ

আনু মালিকের বিরুদ্ধে আরও দুই নারীর অভিযোগ


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি :চঞ্চল চৌধুরী। উপস্থাপনা : পলাশ মাহবুব

বিজ্ঞাপন

চিত্রাঙ্গদা সিং তনুশ্রী দত্ত

বিজ্ঞাপন

উপচে পড়া ভিড় মেট্রোরেলে
২৬ এপ্রিল ২০২৫ ১৬:১৯

দেখা মিললো অচেনা এক রাজের
২৬ এপ্রিল ২০২৫ ১৬:১৭

আরো

সম্পর্কিত খবর