Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাধাই হো’র বাজিমাৎ, ধীরগতিতে এগোচ্ছে ‘নমস্তে ইংল্যান্ড’


২২ অক্টোবর ২০১৮ ১৮:২৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ১২:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বক্স অফিসে বাজিমাৎ করলো আয়ুষ্মান খুরানা অভিনীত ‘বাধাই হো’। মুক্তির চার দিনেই আয় করেছে ৪৪ কোটি ৫০ লাখ রুপি। প্রথম দিনে ৭ কোটি ২৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে ১১ কোটি ৫০ লাখ রুপি, তৃতীয় দিনে ১২ কোটি ৫০ লাখ রুপি এবং চতুর্থ দিনে ১ কোটি ৩৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।


আরও পড়ুন :  দর্শকদের কাছে ছুটছে ‘নায়ক’ টিম


সবমিলিয়ে ৩০ কোটি বাজেটের সিনেমাটি শুক্রবার (১৯ অক্টোবর) ভারতের ২০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেভাবে সিনেমাটি এগোচ্ছে তাতে বলা যায় সপ্তাহ পেরোতেই একশ কোটি ক্লাবের সদস্য হয়ে যাবে।

একটি পরিবারের সমস্ত কিছু হঠাৎ করে বদলে যায় একটি সংবাদে। সেই থেকেই ঘটনার শুরু। পরিবারের প্রতিটি সদস্য আসন্ন প্রাপ্ত সংবাদে কি ধরনের প্রতিক্রিয়া জানায়, কে কিভাবে এ থেকে উত্তরণ করে তাই নিয়েই নির্মিত হয়েছে ‘বাধাই হো’।

বিজ্ঞাপন

এতে আরও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, নিনাগুপ্তা। এটি পরিচালনা করেছেন নাভিদ রবীন্দ্রনাথ শর্মা।

এদিকে একই দিনে মুক্তি পেয়েছে অর্জুন কাপুর ও পরিণিতা চোপড়া অভিনীত ‘নমস্তে ইংল্যান্ড’। ২০০৭ সালে মুক্তি পাওয়া ব্যবসা সফল ‘নমস্তে লন্ডন’ সিনেমার সিক্যুয়াল। মুক্তির আগে সিনেমাটি নিয়ে আলোচনা হলেও মুক্তির পর হতাশ করেছে সিনেমাটি।

চার দিনে সিনেমাটি আয় করেছে ৬ কোটি ১০ লাখ রুপি। প্রথম দিনে আয় করেছে ১ কোটি ৫০ লাখ, দ্বিতীয় দিনে ২ কোটি, তৃতীয় দিনে ১ কোটি ২৫ লাখ এবং চতুর্থ দিনে আয় করেছে ১ কোটি ৩৫ লাখ রুপি।

ভারতে ১৮০০ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর বাজেট ছিল ৬০ কোটি রুপি। সপ্তাহ শেষে সিনেমাটি কতো আয় করে সেটি এখন দেখার বিষয়!

সারাবাংলা/আরএসও/এএসজি

আরও পড়ুন :

‘মুঘল’- এ ফিরলেন আমির খান

আগেই নেয়া যাবে সিনেমার ট্রেইলার ও পোস্টারের ছাড়পত্র

গানটা বাবার খুব পছন্দ ছিল: শেখ হাসিনা

দিল্লী চলচ্চিত্র উৎসবে সেরা বাংলাদেশের ‘ভয়’

বাংলাদেশ-ইরান যৌথ ছবিতে অনন্ত-বর্ষা

সরাসরি বিয়ের কার্ডেই মুখ খুললেন তারা


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : চঞ্চল চৌধুরী। উপস্থাপনা : পলাশ মাহবুব

অর্জুন কাপুর আইয়ুষ্মান খুরানা নমস্তে ইংল্যান্ড পরিণিতা চোপড়া বাধাই হো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর