Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ার প্রিয় অভিনেত্রী শীলা


২৭ অক্টোবর ২০১৮ ১৬:১৪

Shila and Jaya Ahsan

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দুই বাংলাতেই সমান জনপ্রিয় জয়া আহসান। চমৎকার অভিনয়, পরিমিত রসবোধ আর অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের হৃদয় জয় করে রেখেছেন এই অভিনেত্রী। গেল শরতের শেষ ভাগেও দুটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন জয়া। কলকাতার দর্শকেরা দেখেছে তার ‘এক যে ছিলো রাজা’, আর ঢাকার দর্শকেরা দেখছে ‘দেবী’। দুটি ছবিতেই জয়ার অভিনয় ছিলো ভয়ঙ্কর সুন্দর।


আরও পড়ুন :  পিটকে ‘মিস’ করছেন জোলি


যে জয়ার অভিনয় প্রেক্ষাগৃহে মুগ্ধতা ছড়ায়, সেই জয়া কার অভিনয়ে মুগ্ধ? কে তার প্রিয় অভিনেত্রী? জয়া নিজেই দিয়েছেন এই প্রশ্নের উত্তর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রী লিখেছেন, ‘হুমায়ূনকন্যা শীলা আহমেদ তার প্রিয় অভিনেত্রী।’

দেবীর পেজে জয়া আহসান লিখেছেন, ‘আমার অভিনয় জীবনের শুরু থেকেই যখন কেউ আমার কাছে জানতে চেয়েছে, প্রিয় অভিনেত্রী কে? আমি বরাবরই শীলা আহমেদ-এর নামটি নিয়েছি। আমি নিশ্চিত, আমার মত আরো অনেকেই শীলা আহমেদের অভিনয়ের ভক্ত।’

জয়া প্রযোজিত প্রথম সিনেমা ‘দেবী’ দেখতে এসেছিলেন হুমায়ূন আহমেদের দুই পরিবারের সমস্যরা। তাদের সঙ্গে বসে ছবিটি দেখেছেন ‘দেবী’ টিম। জয়া লিখেছেন, ‘শীলা আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’ দেখতে এসে আমাদের অনেক বেশি সম্মানিত করেছে। আমি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ। নুহাশ হুমায়ূনের কথাও আলাদাভাবে উল্লেখ করতে চাই। ‘দেবী’ চলচ্চিত্রের শুরু থেকে এখন পর্যন্ত নুহাশকে পাশে পেয়েছি সবসময়। ধন্যবাদ নুহাশ।’

জয়া আরও লিখেন, ‘আমরা যারা হুমায়ূন আহমেদ স্যারকে শ্রদ্ধা করি, ভালোবাসি, স্মরণ করি, তারা হুমায়ূন আহমেদ স্যারের পরিবারকেও ভীষণভাবে ভালোবাসি। নোভা, শীলা, বিপাশা, নুহাশ- আমরা সবাই তোমাদের অনেক ভালোবাসি। তোমাদের জন্য দোয়া। স্যারের জন্য দোয়া। স্যার বেঁচে থাকবেন তার কাজের মাঝে, তোমাদের মাঝে।’

বিজ্ঞাপন

‘দেবী’ সিনেমার নির্মাণ কাজ শুরু হওয়ার পর হুমায়ূন পরিবারের সঙ্গে ভুল বুঝাবুঝি হয়েছিলো নির্মাতাদের। নির্মাণের অনুমতি নেয়ার প্রশ্নে নৈতকিতার অভিযোগ তুলেছিলেন শীলা। পরে সেই ‘ঝামেলা’ দ্রুত মিটিয়ে নেন জয়া। ছবিটিও যথা সময়ে আসে প্রেক্ষাগৃহে। এখন তো ‘দেবী’ দেখে হুমায়ূন পরিবারের সবাই খুশী।

নুহাশ, শীলা কিংবা মেহের আফরোজ শাওন, এক কথায় সবাই প্রশংসা করেছেন ছবিটির। শাওন বলেছেন এমন কাজ আরও হওয়া চাই। আর নুহাশের মত, ‘দুর্দান্ত!’। দেবী নির্মাণের জন্য জয়া ও অনম বিশ্বাসকে ধন্যবাদও দিয়েছেন তারা।

প্রসঙ্গত, মিসির আলি সিরিজের প্রথম বই ‘দেবী’। এই বইটি থেকেই সিনেমা বানিয়েছেন অনম বিশ্বাস। বাংলাদেশ সরকারের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন জয়া আহসান। সেই সঙ্গে ‘রানু’ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। আর মিসির আলি হয়েছেন চঞ্চল চৌধুরী।

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :  গৌরী মরে যাবেন ভেবে ভয় পেতেন শাহরুখ!


আরো দেখুন :

চঞ্চল চৌধুরীর কন্ঠে নিথুয়া পাথারে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর