Sunday 09 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ০০:২৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৪৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর বহদ্দারহাটে ‘হোটেল গুলজার’ নামে একটি আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।

খুনের শিকার ওই তরণীর নাম লিপি আক্তার (২৫) বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে মো. ফরহাদ(২৪) নামে এক তরুণ ও লিপি নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই আবাসিক হোটেলে উঠেন। রোববার সন্ধ্যার দিকে হোটেল কর্তৃপক্ষ রুমের বাথরুমে ওই তরুণীর মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

চান্দগাঁও থানার উপ পরিদর্শক (এস আই) মোমিনুল হাসান সারাবাংলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে লিপি নামে ওই তরুণীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করি। তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ফরহাদকে ধরতে পুলিশ এরই মধ্যে অভিযানে নেমেছে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

টপ নিউজ তরুণী লাশ

বিজ্ঞাপন

মেলার ৯ম দিনে নতুন বই এসেছে ৯৭টি
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৮

আরো

সম্পর্কিত খবর