Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমতিয়াজ আলীর সিনেমায় সারা আলী খান!


২ নভেম্বর ২০১৮ ১৪:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারা আলী খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বাবা বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। তার কন্যা বলেই সারা আলী খানের ওপর সবার আলাদা মনোযোগ। সেকারণে বলিউডে তার অভিষেক সিনেমার প্রতি সবার আগ্রটা বেশি। সম্প্রতি মুক্তি পেয়েছে সারা আলী খানের প্রথম সিনেমা ‘কেদারনাথ’ এর টিজার। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত।

টিজারে চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে তাকে। এ জন্য তাকে নিয়ে বেশ চর্চাও হচ্ছে বলিউডে। তবে বাহবাই পাচ্ছেন বেশি। ‘কেদারনাথ’ ছাড়াও সারাকে দেখা যাবে রোহিত শেঠি’র ‘সিম্বা’ সিনেমায়। চলতি বছরের ডিসেম্বরেই সিনেমা দুটি মুক্তি পাবে।

এদিকে তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হতে চলেছেন সারা। সিনেমাটি পরিচালনা করবেন ইমতিয়াজ আলী। তার বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

বিজ্ঞাপন

বিশেষ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ‘এটি একটি ভিন্নধর্মী ভালোবাসার সিনেমা হবে। পরিচালক ছবিতে একজন নতুন অভিনেত্রী চাইছিলেন। সারা আলী খান এ প্রজন্মের নতুন নায়িকা। তার সংলাপ বলার ধরন, অভিনয় বেশ ভালো। তাই তাকে নির্বাচন করা হয়েছে।’

সিনেমার বিস্তারিত সম্পর্কে কিছু জানা যায়নি। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শিগগিরই।

সারাবাংলা/আরএসও/পিএ

ইমতিয়াজ আলি কার্তিক আরিয়ান সারা আলী খান সিম্বা সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর