Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলায় ইরানি চলচ্চিত্র প্রদর্শনী


২ নভেম্বর ২০১৮ ১৬:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিশ্বব্যাপী ইরানি সিনেমার গ্রহণযোগ্যতা রয়েছে। বড় বড় চলচ্চিত্র উৎসবে ইরানি সিনেমাগুলো সম্মাননা বয়ে আনছে। প্রশংসা কুঁড়িয়ে চলেছে স্বমহিমায়। বাংলাদেশেও ইরানি সিনেমার প্রতি মানুষের আগ্রহ আছে। সেই আগ্রহের কারণে শুরু হচ্ছে চার দিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনী।

শনিবার (৩ নভেম্বর) থেকে শুরু হবে এই প্রদর্শনী। চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে দেখানো হবে সিনেমাগুলো।

প্রথম দিনে প্রদর্শিত হবে রেজা মীর কারিমী পরিচালিক ‘খেইলী দূর খেইলী নাযদীক’। এছাড়া পর্যায়ক্রমে প্রদর্শিত হবে ‘রা’হে আ’বিয়ে আবরীশাম’, ‘সিয়া’রে সা’দভা চেহেল ভা সে’, ‘সেফ্র তা সাক্কু’, ‘রোযেগা’রে এশ্ক ভা খিয়ানাত, ‘এমরুয’, ‘সুকুতে রা’না’।

বিজ্ঞাপন

উদ্বোধনী প্রদর্শনী বিকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হলেও পরবর্তীতে প্রতিদিন সকাল ১১টা ও বেলা ৩টায় শুরু হবে সিনেমা প্রদর্শনি। এই প্রদর্শনীর আয়োজন করেছে যৌথভাবে ইরানি কালচারাল সেন্টার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

সারাবাংলা/আরএসও/পিএ

ইরান কালচারাল সেন্টার ইরানি সিনেমা বাংলাদেশ শিল্পকলা একাডেমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর