এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
এই শহরে প্রতিনিয়ত ছুটে চলছে মানুষ। নিজ প্রয়োজনেই এই ছুটে চলা। একে অন্যের কাছাকাছি পাশাপাশিই থাকলেও বোঝার উপায় থাকে না যে, কার চরিত্র কেমন। শহরের কিছু মানুষ সবসময় ঠকে, আর কিছু মানুষ প্রতিনিয়ত ঠকায়।
আরও পড়ুন : আমজাদ হোসেনের শারীরিক অবস্থা অপরিবর্তিত
যারা মানুষ ঠকায় তাদের ডান-বাম খেলায় বোকা বনে যায় সাধারণ মানুষ। কৌশলে মানুষকে বোকা বানিয়ে নিজের স্বার্থ আদায় করতে ব্যস্ত থাকে ঠকবাজ মানুষগুলো। কিন্তু এমনি করেই কী চলে, তার সারা জীবন? এর শেষ পরিনতিই বা কি? এমনই গল্পে নির্মিত হলো নাটক ‘উহ্ লা লা’।
ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন লাক্স সুপারস্টার মুমতাহিনা টয়া, তৌসিফ মাহবুব ও সাফা কবির। প্রথমবারের মতো দর্শক টয়া এবং সাফা কবির কে ব্যতিক্রমী দুটি চরিত্রে দেখতে পারবেন এই নাটকে।
তবে নাটকটি কোনো টিভিতে প্রচার হবে না। অনলানে প্রচারের জন্য নির্মিত হয়েছে নাটকটি। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ইউটিউব চ্যানেল ধ্রুবটিভিতে প্রকাশ পাবে নাটক ‘উহ্ লা লা’।
সারাবাংলা/পিএ