Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তি মিললো মিকা’র


৮ ডিসেম্বর ২০১৮ ১০:৫৯ | আপডেট: ৮ ডিসেম্বর ২০১৮ ১২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউডের অসংখ্য জনপ্রিয় গানের গায়ক মিকা সিং। একইসঙ্গে বহু অঘটনেরও জনক এই গায়ক। প্রায়ই নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এইতো গেলো বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) যৌন হেনস্তার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ সতের বছর বয়সের এক ব্রাজিলীয় তরুণীকে অশ্লীল ছবি পাঠানো। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে দুবাইয়ের একটি পানশালা থেকে তাকে আটক করেছিল দুবাইয়ের মুরাক্কাবাত থানা পুলিশ। একটি অনুষ্ঠানে যোগ দিতে আপাতত দুবাইতেই আছেন মিকা।


আরও পড়ুন :  গোল্ডেন গ্লোবে এশিয়ান অভিনেত্রীর মনোনয়ন


তবে দুবাইয়ের ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আটকের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেয়েছেন মিকা।

বিজ্ঞাপন

নানা বির্তকের কারণে বারবার শিরোনাম হওয়া মিকার জন্য নতুন কিছু না। ২০০৬ সালে রাখী সায়ান্তের জন্মদিনের পার্টিতে তাকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ ওঠে বিখ্যাত কন্ঠশিল্পী দালের মেহেন্দির ভাই মিকার বিরুদ্ধে। এরপর ২০১৪ সালে বেপরোয়া গাড়ি চালিয়ে একটি অটোকে ধাক্কা মারায় ‘হিট অ্যান্ড রান’ কেসে ফেসে যান তিনি। আবার দিল্লিতে একটি অনুষ্ঠানে ২০১৫ সালে এক চিকিৎসককে চড় মারার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ব্রাজিলীয় তরুণীকে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগে আপাতত ছাড়া পেলেও ভবিষ্যতে মিকাকে আদালতে যেতে হতে পারে। তারমানে বিষয়টি এখনই পুরোপুরি মিটছে না।

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  রবীন্দ্রনাথের গান এখনও বাঁচতে শেখায় : সমরেশ


অভিযোগ দালের মেহেন্দি মিকা সিংহ মুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর