Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটকের মানোন্নয়নে ৫ প্রস্তাবনা


৮ ডিসেম্বর ২০১৮ ১৭:০৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দেশের টেলিভিশন নাটক নিয়ে অভিযোগ আর হতাশার অন্ত নেই। যতই দিন যাচ্ছে ততই মানুষ যেনো নাটকের ওপর থেকে আগ্রহ হারাচ্ছে। তারা আস্থা রাখছে বিদেশী চ্যানেলে প্রচারিত নাটক ও সিরিয়ালের প্রতি। এরকম সংকটময় অবস্থার উন্নতির লক্ষ্যে ডিরেক্টরস গিল্ডসহ পাঁচটি সংগঠন সরকারের কাছে পাঁচ প্রস্তাবনা রেখেছে। শনিবার (৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  প্রথম দিনে সফল সারা আলি খান


সংগঠনগুলো পাঁচ প্রস্তাব হচ্ছে-

  • টেলিভিশন নাটককে শিল্প হিসেবে ঘোষণা দেয়া।
  • টেলিভিশন নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোর পেশ করা সুপারিশমালা বাস্তাবায়নে সংগঠনগুলোকে সম্পৃক্ত করা।
  • মাত্রারিতিক্ত বিজ্ঞাপনরোধে পে চ্যানেল বাস্তবায়ন। এতে চ্যানেলসহ নাটকের সাথে জড়িত সবাই আর্থিকভাবে উপকৃত হবে।
  • টিআরপি পদ্ধতিকে গ্রহনযোগ্য ও বিজ্ঞানসম্মত করা।
  • টিভি চ্যানেলগুলোর কাছে প্রযোজকদের যে আর্থ বকেয়া আছে তা সরকারের মধ্যস্থতায় পরিশোধের ব্যবস্থা করা।

সংবাদ সম্মেলন আয়োজনকারী বাকি পাঁচটি সংগঠনের মধ্যে রয়েছে- টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসার্স এসোসিয়েশন, অভিনয় শিল্পী সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘ, ক্যামেরাম্যান এসোসিয়েশন, টেলিভিশন মিডিয়া মেকাপ আর্টিস্ট এসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসার্স এসোসিয়েশনের সভাপতি নাট্যজন মামুনুর রশীদ, ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলুসহ অন্যান্য সংগঠনের সদস্যরা।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

কোটা পূরণ করতেই দুটি ভারতীয় বাংলা সিনেমা মুক্তি

জয়ার নতুন ছবি ‘ফুড়ুৎ’

বুদ্ধিজীবী দিবসে আসছে ‘পোস্ট মাস্টার ৭১’

কাঙ্গালিনী সুফিয়ার অবস্থার উন্নতি

‘সোনচিড়িয়া’য় ডাকাত সুশান্ত

ঐশীর সামনে ইতিহাসের হাতছানি

একযোগে ৬৪ জেলায়…

মুক্তি মিললো মিকা’র


বিজ্ঞাপন

টেলিভিশন নাটক মামুনুর রশীদ সালাহউদ্দিন লাভলু

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর