Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবনের শ্রেষ্ঠ সময়ে আছেন প্রিয়াঙ্কা


৯ ডিসেম্বর ২০১৮ ১৩:০৯ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৮ ১৫:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়াংকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

এক সপ্তাহ আগে প্রেমিক নিক জোনাসকে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সময়টা যে তার ভালো যাচ্ছে এ কথা চোখ বন্ধ করে বলে দেয়া যায়। কিন্তু কতোটা ভালো আছেন তিনি? প্রিয়াঙ্কা বলেছেন, ‘সুখের যদি ১ থেকে ১০ মানের কোনও স্কেল হয় তাহলে আমি এখন ১২ তে রয়েছি!’ সেই সঙ্গে কোয়ান্টিকো তারকা জীবনের শ্রেষ্ঠ সময়ে আছেন বলেও মন্তব্য করেছেন।


আরও পড়ুন :  বানসালীর চোখ আনুশকার দিকে!


দিল্লির রিসেপশনের পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন নিক ও প্রিয়াঙ্কা। নিক বলেছেন, ‘আমি ভারতীয় সংস্কৃতিতে বিয়ে উৎসবের ভক্ত হয়ে গেছি। এই অঞ্চলের মানুষ অসম্ভব আমুদ প্রিয় ও আদুরে। এদের সব কিছুই উৎসবমূখর। এটা আমার বেশি ভালো লেগেছে।’

বিজ্ঞাপন

অপরদিকে প্রিয়াঙ্কা বলেছেন, ‘এ আনন্দে সময়ে ক্লান্তির কোন স্থান নেই। জীবনে গুরুত্বপূর্ণ চাওয়াটা পাওয়া হয়ে গেছে। এখন আমি চাইবো, এই আনন্দের দিন যেন জীবন থেকে পালিয়ে না যায়।’

যোধপুরের উমেদ ভবন প্রাসাদে প্রিয়াঙ্কা ও নিক ক্রিশ্চিয়ান ও হিন্দু ধর্মের রীতি মেনে বিয়ে করেন। এরপর দিল্লির তাজ প্যালেস হোটেলে করেন অভ্যর্থনা অনুষ্ঠান। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যোগ দেন এবং নব-দম্পতিকে শুভ কামনা জানান।

সারাবাংলা/টিএস/পিএ


আরও পড়ুন :  ভ্যানেসা পন্তের মাথায় বিশ্বসুন্দরীর মুকুট


নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর