Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখের শিক্ষক সুহানা!


৯ ডিসেম্বর ২০১৮ ১৫:৫৬ | আপডেট: ৯ ডিসেম্বর ২০১৮ ১৬:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

zero

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

গানের শুটিংয়ের সময় সাধারণত গানটির কথাও মুখস্থ করতে হয়। ‘জিরো’ সিনেমা ‘মেরে নাম তু’ গানটির দৃশ্যায়নের সময় শাহরুখ খান সেই কাজটিই ঠিক মতো করতে পারছিলেন না। ফলে পরিচালকও পাচ্ছিলেন না মন মতো শট। শেষে বাবাকে সাহায্য করতে এগিয়ে এলেন কন্যা সুহানা। এরপরই গানটির কাজ ভালোভাবে শেষ করতে পারলেন শাহরুখ।


আরও পড়ুন :  যা আসছে বলিউডে…


‘জিরো’র সেটে তোলা সুহানার সঙ্গে একটা ছবি টুইটারে পোস্ট করেছেন কিং খান। তাও আবার ‘মেরে নাম তু’ গানের শুটিংয়ের সময়কার ছবি। সুহানা নাকি গানের কথা মুখস্থ করতে সাহায্য করছিলেন বলিউড বাদশাকে। টুইটে তিনি লিখেছেন, ‘মেরে নাম তু-এর শুটিংয়ে সব থেকে মিষ্টি মূহুর্ত এটি। আমার মেয়ে গানের কথা মুখস্থ করা শেখাচ্ছে। আশা করব, গানটা দেখার পর পাস করিয়ে দেবে…’

বিজ্ঞাপন

অজয়-অতুলের কম্পোজিশনের ‘মেরে নাম তু’ গানটির কোরিওগ্রাফি করেছেন রেমো ডি’সুজা। গানটির মেকিং ভিডিওতে আনুশকা শর্মা নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। আনুশকা বলেন, ‘ওটা আমার জন্য সেরা সময় ছিল। কারণ আমি আমার ইচ্ছে মতো পোশাক পরে গানটিতে অভিনয় করতে পেরেছি।’

এখনও পর্যন্ত ‘জিরো’র দুটো গান প্রকাশ পেয়েছে। একটা ‘মেরে নাম তু’, আর দ্বিতীয়টা শাহরুখ-সালমনকে নিয়ে দৃশ্যায়িত ‘ইশকবাজি’।

শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ মুক্তি পেতে চলেছে ২১ ডিসেম্বর।

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :

কলকাতার ‘বোবা রহস্য’ সিনেমায় তিশা

জীবনের শ্রেষ্ঠ সময়ে আছেন প্রিয়াঙ্কা

বানসালীর চোখ আনুশকার দিকে!


জিরো শাহরুখ খান সুহানা খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর