প্রতিযোগিতামূলক যাত্রা শুরু করল ‘দ্য লাস্ট পোস্ট অফিস’
১৩ ডিসেম্বর ২০১৮ ১৪:৫৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ফ্রান্সের বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত ক্লেহমো ফেঁরোতে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের নাম- ক্লেহমো ফেঁরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। যেখানে প্রতি বছর সারা বিশ্ব থেকে গড়ে দেড় লাখেরও বেশি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের আগমন ঘটে। লোকসমাগমের এ হিসাবে বিশ্বখ্যাত কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পর ফ্রান্সের সবচেয়ে বড় উৎসব ধরা হয় একে। উৎসবের ৪১তম আসরে এবার প্রতিযোগিতা করতে যাচ্ছে অং রাখাইন নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য লাস্ট পোস্ট অফিস’। এর আগে চলতি বছর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস বিভাগে দ্য লাস্ট পোস্ট অফিসের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।
আরও পড়ুন : আবুধাবি বাংলা চলচ্চিত্র উৎসবে জয়া-শুভ
এ বছর ক্লেহমো ফেঁরোতে জমা পড়া ৯ হাজার ২৩৮টি ছবির মধ্য থেকে ৭৬টি এ উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণের জন্য বাছাই করা হয়। ফ্রান্সের ক্লেহমো ফেঁরো শহরে উৎসব চলবে ১ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
দ্য লাস্ট পোস্ট অফিসের কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, শাহরিয়ার ফেরদৌস সজীব ও অশোক ব্যাপারী। এর গল্প লিখেছেন রাজীব রাফি। প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদ।
এ উৎসবে অংশগ্রহণের সুযোগ পাওয়া নিয়ে ছবিটির অন্যতম প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘ক্লেহমো ফেঁরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। যে কারণে আমরা শিহরিত যে, এ উৎসবে ‘দ্য লাস্ট পোস্ট অফিস’ মনোনীত হয়েছে।
ক্লেহমো ফেঁরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নিজের পরিচালিত ছবি মনোনীত হওয়া প্রসঙ্গে অং রাখাইন বলেন, ‘উৎসবটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা স্বল্পদৈর্ঘ্য ছবির বিরাট এক বাজার। এখানে প্রতিযোগিতার জন্য ছবিটি নির্বাচিত হওয়ায় ভালো লাগছে।
উল্লেখ্য, বাংলা ভাষায় নির্মিত এ ছবিটি অং রাখাইন নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র। তার নির্মিত প্রথম ছবি ‘মর থেংগারি’ (মাই বাইসাইকেল) চাকমা ভাষায় নির্মিত দেশের প্রথম ছবি।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় তারকারা
এ দেশ আমাদের মা, তাকে শ্রদ্ধা করতে হবে : শাহীন সামাদ
দেশপ্রেমের গল্পে ‘একটি কৃতজ্ঞতাপত্র’
অং রাখাইন ক্লেহমো ফেঁরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দ্য লাস্ট পোস্ট অফিস