Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তাপহীনভাবে মুক্তি পাচ্ছে শুক্রবারের দুই ছবি


২০ ডিসেম্বর ২০১৮ ১২:১৭ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

শুক্রবার (২১ ‍ডিসেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুই ছবি। ছবি দুটি হলো-তানিম রহমান অংশু পরিচালিত ‘স্বপ্নের ঘর’ এবং শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘অর্পিতা’। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির কর্মকর্তা সৌমেন রায় বাবু।

এর আগে কয়েক দফায় ‘স্বপ্নের ঘর’ মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিভিন্ন জটিলতায় সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। এবার সব জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। তবে খুব বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। পরিচালক সূত্রে জানা যায় নির্বাচনের কারণে বসুন্ধরা সিনেপ্লেক্সসহ হাতে গোনা কয়েকটি সিনেমা হলে মুক্তি দেয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  বিশ্বাসই করবো না আপনি নেই


‘স্বপ্নের ঘর’ মূলত ভৌতিক ঘরানার ছবি। ছবির গল্পে দেখা যাবে, চলচ্চিত্র তারকা মিলন স্ত্রীসহ একটি বাড়িতে ওঠেন। তারপর থেকেই বাড়িটিতে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। রহস্যময় বাড়িটি ঘিরে তৈরি হয় ধূম্রজাল। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, শিমুল খান ও কাজী নওশাবা।

অন্যদিকে ‘অর্পিতা’ ছবিটির গল্প গড়ে উঠেছে নিন্মমধ্যবিত্ত সিঙ্গেল মাদারের জীবন যুদ্ধের কাহিনী নিয়ে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত মুখ গোলাম ফরিদা ছন্দা। এটি তার প্রথম সিনেমা। এছাড়া আরও আছেন তৌকির আহমেদ, শহিদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   লন্ডনে শেষ হলো ‘গণ্ডি’র কিছু অংশের শুটিং

.   এশিয়ান ফিল্ম স্কুলে দেশের দুই তরুণ

.   ঢাকার পর্দায় আসছে পানির সুপারহিরো ‘অ্যাকুয়াম্যান’

.   ‘নোলক’ ছবির শিরোনাম সংগীত গাইলেন জে কে

.   সিয়াম-অবন্তীর হানিমুন লিস্টে প্রথমে দেশ

.   শুক্রবার দেশে আসবে আমজাদ হোসেনের মরদেহ

.   নির্বাচনের পর বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ শুরু : শ্যাম বেনেগাল


আরও দেখুন :  নায়কের বিয়ে [ভিডিও স্টোরি]

অর্পিতা স্বপ্নের ঘর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর