।। এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
‘জিরো’ ছবিতে ধর্মানুভূতিতে আঘাত আনার অভিযোগে শাহরুখ খানের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন এক শিখ বিধায়ক। তিনি আবার পেশায় আইনজীবি। গত ৫ নভেম্বর দিল্লীর গুরুদারা ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক মঞ্জিদার সিং সিরসা মামলাটি করেছিলেন শাহরুখ খান ও পরিচালক আনন্দ এল রাইয়ের বিরুদ্ধে।
সেসময় ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, ‘জিরো’র পোস্টার আর প্রোমোতে দেখা গেছে শাহরুখ খান অন্তর্বাস ও কোমরে কৃপাণ নিয়ে দাঁড়িয়ে আছেন। শিখদের মতে কৃপাণ শুধু তারাই ধারণ করতে পারে। অন্য কেউ না। সেকারণে শিগগিরই সিনেমার সকল ধরনের প্রোমো নিষিদ্ধ করার আবেদন জানান তারা।
আরও পড়ুন : শিরোনামহীন দ্বন্দ্ব: কপিরাইট বোর্ডে হারলেন তুহিন
সেই অভিযোগের মুখে ‘জিরো’তে কৃপাণ থাকছে না। ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্য কৃপাণ অদৃশ্য করে দেয়া হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম।
প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়, ‘কৃপাণ শোভনীয় বস্তু হিসেবে পোস্টার বা সিনেমায় দেখানো হয়েছে। তবে আপত্তির মুখে কৃপাণ সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
জিরো মুক্তি পাবে ২১ ডিসেম্বর। শাহরুখ খান এই ছবিতে একজন খর্বাকৃতি মানুষের চরিত্রে অভিনয় করছেন। এতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা।
সারাবাংলা/আরএসও/পিএম