Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবি’র বিজ্ঞাপনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ


২৬ ডিসেম্বর ২০১৮ ১৩:৪২

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে নিরুৎসাহিত করার অভিযোগ উঠেছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির বিরুদ্ধে। টেলিভিশনে প্রচারিত রবির একটি বিজ্ঞাপনে প্রেক্ষাগৃহে সিনেমা না দেখে মোবাইল ফোনে ডাউনলোড করে সিনেমা দেখতে উৎসাহিত করা হয়েছে এমন অভিযোগ এনে রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা।

বিজ্ঞাপন

গত (২৪ ডিসেম্বর) পাঠানো লিগ্যাল নোটিশে ৩০ দিনের মধ্যে বিজ্ঞাপনটি সকল ধরনের প্রচার মাধ্যম থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনটি নিয়ে চলছে সমালোচনার ঝড়। রবির পাশাপাশি বিজ্ঞাপনের মডেল চঞ্চল চৌধুরী ও তিশাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সমালোচকদের মতে, তাদের মতো অভিনয়শিল্পীর এরকম বিজ্ঞাপনে অভিনয় করা উচিত হয়নি।

লিগ্যাল নোটিশ প্রসঙ্গে নির্মাতা রানা সারাবাংলাকে বলেন, ‘আমি যখন বিজ্ঞাপনটি দেখলাম তখন খুব অবাক হলাম। সেই সঙ্গে ক্ষুব্ধ হলাম। কারণ, আমরা চলচ্চিত্রের মানুষ যেখানে দর্শকদের সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সেখানে ডাউনলোড করে সিনেমা দেখতে বলা গর্হিত কাজের মধ্যে পড়ে। তাছাড়া বিজ্ঞাপনের চঞ্চল চৌধুরীর মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা ও তিশার মতো এরকম জনপ্রিয় অভিনেত্রী এমন বিজ্ঞাপনে কিভাবে জেনে বুঝে কাজ করলেন আমার বোধগম্য নয়! বিজ্ঞাপনটি সরিয়ে ফেলার জন্য লিগ্যাল নোটিশ দিয়েছি। যদি না সরানো হয় তাহলে পরবর্তী পদক্ষেপ নেবো।’

পরবর্তী পদক্ষেপ কি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘রবি যদি বিজ্ঞাপন প্রচার বন্ধ না হয় তাহলে হাইকোর্টে রিট করব। তারপর হাইকোর্ট যা রায় দেবে তাই হবে।’

বিজ্ঞাপন

এদিকে সারাবাংলার পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় রবি আজিয়াটার সঙ্গে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশনস) একরাম কবির বলেন, ‘আমরা এখনো কোনো লিগ্যাল নোটিশ পাইনি। আর লিগ্যাল নোটিশ না পাওয়া পর্যন্ত  কোন ধরনের মন্তব্য করা সম্ভব নয়। আমরা লিগ্যাল নোটিশ পাওয়ার পর পরবর্তী করণীয় কাজগুলো করব।’

অন্যদিকে এরকম বিজ্ঞাপন বাংলা চলচ্চিত্রের জন্য হুমকি বলে মনে করছেন অনেক চলচ্চিত্র সংশ্লিষ্ট। তারাও বিতর্কিত বিজ্ঞাপনটি প্রচার বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

সারাবাংলা/আরএসও/পিএ

একরাম কবির কবিরুল ইসলাম রানা চলচ্চিত্র বিজ্ঞাপন রবি লিগ্যাল নোটিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর