Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বছরে জয়াই প্রথম


৩১ ডিসেম্বর ২০১৮ ১৬:০৬ | আপডেট: ১ জানুয়ারি ২০১৯ ১৪:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

bisorjon

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

নানা কারণেই ‘বিসর্জন’ ছবিটি আলোচিত। কৌশিক গাঙ্গুলি পরিচালিত কলকাতার ছবিটি দেশে-বিদেশে সুনাম কুড়িয়েছে। এমনকী ২০১৭ সালে ভারতের ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এটি সেরা বাংলা চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে। এই ছবির সঙ্গে বাংলাদেশিদের একটি আবেগের বিষয় জড়িয়ে আছে। আর সেটি হলো ‘বিসর্জন’ ছবিতে অভিনয় করেছেন এদেশের জয়া আহসান।

এই ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। শুধু তাই নয়, নতুন বছর অর্থাৎ ২০১৯ সালের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ। বিসর্জন ছবিটির আমদানিকারকও তিনি।

বিজ্ঞাপন

সাফটা চুক্তির আওতায় এদেশে প্রদর্শিত হবে বিসর্জন। এর বিপরীতে বাংলাদেশ থেকে রফতানি করা হয়েছে ‘কত স্বপ্ন কত আশা’ ছবিটি। ওয়াকিল আহমেদ প্ররিচালিত ছবিটি মুক্তি পায় ২০১৭ সালে। এতে অভিনয় করেছেন বাপ্পী এবং পরীমনি।

নওশাদ সারাবাংলাকে বলেন, ‘খবর নিয়ে দেখেন, দেশের কোনো সিনেমাই নাই। তাই আমদানি করা ছবি দিয়েই বছর শুরু করতে হচ্ছে। কোনো সিনেমা না থাকার চেয়ে একটি সিনেমা মুক্তি পাওয়া ভালো।’

‘বিসর্জন’ ছবিটি মুক্তি পাবে রাজধানীর বলাকা, মধুমিতা, শ্যামলী ও স্টার সিনেপ্লেক্সে। তিনি আরও জানান, ছবিটি অনেক আগেই মুক্তি পেয়েছে। অনেক হল মালিকই ছবিটি নিতে চাচ্ছে না।

নওশাদ আরও জানান, ‘রাজধানীর বড় হলগুলোতে প্রদর্শিত হবে ছবিটি। এও অনেক। কারণ পুরনো ছবি হল মালিকরা নিতে চায় না। ’

‘বিসর্জন’ ছবিটির দ্বিতীয় কিস্তি ‘বিজয়া’। বিজয়া ছবিটিও আমদানি করবে ইফতেখার উদ্দিন নওশাদের প্রতিষ্ঠান ইন উইন এন্টারপ্রাইজ। তিনি জানান, জানুয়ারি মাসের শেষ নাগাদ ছবিটি মুক্তি দিতে চান তিনি।

শুক্রবার (৪ জানুয়ারি) ‘আমি রাজা হব’ নামের একটি দেশীয় সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/পিএ

কলকাতা জয়া আহসান বছরের প্রথম ছবি বিসর্জন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর