Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কিম কি-দুক’-এর অভিযোগ খারিজ


৬ জানুয়ারি ২০১৯ ০১:২৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০১৯ ১৪:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিশ্ববিখ্যাত নির্মাতা কিম কি-দুকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এক অভিনেত্রী। গেল বছরের এই ঘটনায় বেশ মর্মাহত হন কিম। পাল্টা মামলা ঠুকে দেন ওই অভিনেত্রীর নামে। তবে এক বছর ধরে চলা ওই মামলাটি পর্যাপ্ত প্রমান দেখাতে না পারায় দক্ষিণ কোরিয়ার আদালত সম্প্রতি খারিজ করে দিয়েছে।


আরও পড়ুন :  সাইকো রূপে দেখা দিলেন জয়া আহসান


যে নারীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন কিম; তার পরিচয় এখনো গোপন রয়েছে। তিনি অভিযোগ করেছিলেন, মোবিয়াস ছবির সেটে তাকে যৌন হয়রানি করে কিম। ২০১৩ সালের ওই অভিযোগ থেকে জানা যায়, কিম তার ছবির শুটিংয়ে তার সঙ্গে অনৈতিক আচরণ করেন। পরে সবার সামনে তার গায়েও হাত তোলেন।

বিজ্ঞাপন

পরিচয় প্রকাশ না করা ওই অভিনেত্রীর অভিযোগে কিমকে অবশ্য জরিমানা গুনতে হয়েছে। কোরিয়ান টাকায় প্রায় পাঁচ মিলিয়ন মুদ্রা জরিমানা দিয়েছেন তিনি।

এরপরই পাল্টা মামলা করেন কিম। যেখানে ওই অভিনেত্রীর কাছে দ্বিতীয়বারের মতো হারেন তিনি। এদিকে কিম কি-দুকের একটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে কোরিয়ায়। শিরোনাম- ‘হিউম্যান, টাইম, স্পেস অ্যান্ড হিউম্যান’। কিছুদিনের মধ্যেই ছবিটি আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি পাবে।

সারাবাংলা/টিএস/আরএসও/পিএম


আরও পড়ুন :  সালমানের সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব!


বিজ্ঞাপন

এসিআইতে কাজের সুযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

নিয়োগ দিচ্ছে নিটল-নিলয় গ্রুপ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৭

আরো

সম্পর্কিত খবর