Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলা ফাইভ’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘কনফিউশন’


২০ জানুয়ারি ২০১৯ ১৯:২৫

অ্যালবাম কনফিউশন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

প্রকাশিত হলো রকব্যান্ড বাংলা ফাইভের প্রথম অ্যালবাম ‘কনফিউশন’। শনিবার (১৯ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হিম উৎসবের তৃতীয় দিনে আনু্ষ্ঠানিকভাবে প্রকাশিত হয় অ্যালবামটি।

উৎসবে উপস্থিত হয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন ব্যান্ডতারকা মাকসুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলা ফাইভ ব্যান্ডের সদস্য ও অ্যালবামের কলাকুশলীরা।

বাংলা ফাইভের প্রথম অ্যালবামের মোড়ক উন্মোচন করতে গিয়ে মাকসুদ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলা ফাইভের অ্যালবামটি আমি শুনেছি, আপনারাও শুনবেন। আমার খুব ভালো লেগেছে। নতুন একটি শব্দচিত্র তারা সৃষ্টি করতে পেরেছে। একটি অনুরোধ করব, অ্যালবামটি আপনারা কিনবেন, ফ্রি ডাউনলোডের আশা করবেন না। এটি শিল্পীর জন্য একটি পার্থিব সম্পদ। নিজে শুনবেন, অন্যকেও শোনাবেন। আমাদের সময় আমরা জোরে গান ছেড়ে পাশের বাসার আন্টিকে ক্ষেপাতাম, প্রেমিকার বাড়ির দিকে সাউন্ডবক্স তাক করে গান শোনাতাম, কেননা জানতাম প্রেমিকা গান শুনছে না।’


আরও পড়ুন :  বিশ্বসুন্দরী অভিষিক্ত হচ্ছেন বলিউডে


প্রথম অ্যালবাম ‘লাস্টবেঞ্চ’ (২০১৬) প্রকাশের পর ব্যান্ড গড়েন শিল্পী সিনা হাসান। তার সঙ্গে যোগ দেন গিটারিস্ট অনিক, বেজিস্ট রাফিন ও ড্রামার মেহেদী। দেশে ও দেশের বাইরে নিয়মিত পারফর্ম করে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ব্যান্ডটি। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে নেপাল ও কলকাতায় শ্রোতাদের হৃদয় জয় করেছেন তারা।

ব্যান্ডটির বৈশিষ্ট্য হলো-তারা শুধু যন্ত্র বাজানোর পারদর্শিতায় নয় বরং তারা জোর দেয় গানের কথায়, বক্তব্যে ও শব্দচয়নে। অ্যালবামে থাকছে তাদের চারটি গান- ‘কনফিউশন’, ‘বাবা মায়ের পকেট’, ‘মনে করো’ ও ‘সন্ধ্যা নামায়ে রাখি’।

বিজ্ঞাপন

অ্যালবামের গানগুলো প্রসঙ্গে সিনা হাসান বলেন, ‘মানুষের ভেতরকার মানসিক দ্বন্দ্ব, মধ্যবিত্তের সংকট, রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক এবং বাংলাদেশের বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে রচিত অ্যালবামের গানগুলো। গত এক বছরের শ্রমে আমরা প্রস্তুত করেছি এই অ্যালবামটি। কোন রকম স্পন্সর না নিয়ে নিজেদের শ্রম ও সঞ্চয়কে পুঁজি করে নিজেদের প্লাটফর্মকে ভিত্তি করে অ্যালবামটি প্রকাশ করছি আমরা। সেদিক থেকে ‘‘কনফিউশন’’ অ্যালবামটি একটি স্বাধীন ব্যান্ড অ্যালবামের উদাহরণ সৃষ্টি করবে বলে মনে করছি।’

সিনা আরো জানান, অডিও প্রকাশের পাশাপাশি তারা প্রকাশ করবেন ‘মনে করো’ (পরিচালনায় কারিশমা চৌধুরী) এবং ‘কনফিউশন’ (পরিচালনায় মৃৎ মন্দির রায়) গানের মিউজিক ভিডিও।

বাংলা ফাইভের ‘কনফিউশন’ অ্যালবামের গানগুলো পাওয়া যাবে তাদের ইউটিউব চ্যানেল ‘সিনা হাসান অ্যান্ড বাংলা ফাইভ’ এবং ফেসবুক চ্যানেল ‘বাংলা ফাইভ ব্যান্ড’ ও ওয়েবসাইট বাংলাফাইভ.কম এ।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

.   ৯১তম অস্কারের সম্ভাব্য মনোনয়ন

.   সেন্সর আপিলে যাচ্ছে ‘শনিবার বিকেল’

.   করনি সেনাকে কঙ্গনার হুঙ্কার

.   বাপ্পির পর আওয়াজ তুললেন অমৃতাও

.   ‘পাড়াতে মাঝরাতে’ পূজা-অদ্রিতের নাচ


অ্যালবাম কনফিউশন গান বাংলা ফাইভ ব্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর