Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডলরেস ও’রিয়রড্যান হঠাৎ নেই


১৬ জানুয়ারি ২০১৮ ১২:৪২ | আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ১৩:৫৮

এন্টারটেইনমেন্ট ডেস্ক

আয়ারল্যান্ডের ‘ক্র্যানবেরিস’ ব্যান্ডের প্রধান ভোকাল ডলরেস ও’রিয়রড্যান আর নেই। কোনো অসুস্থতা ছাড়াই, সোমবার (১৫ জানয়ারি) হঠাৎ করে মারা যান এই শিল্পী। লন্ডনে রেকর্ডিংয়ের কাজ করতে এসে মৃত্যু হয় ও’রিয়রড্যানের। এসময় তার বয়স ছিল ৪৬ বছর।

বাংলদেশ সময় সোমবার বেলা ৩টা পাঁচ মিনিটে লন্ডনের হোটেল পার্ক লেনে এই ঘটনা ঘটে। শিল্পীর পরিবার এই কঠিন সময়ে সবার সহযোগিতা চেয়েছেন।

ব্যান্ডের অন্যান্য সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘১৯৮৯ থেকে আমরা ও’রিয়রড্যানের জীবনের অংশ হয়ে ছিলাম। যা আমাদেরকে সম্মানিত করেছে। সে ছিল এক্সট্রাঅর্ডিনারি।’

‘ক্র্যানবেরিস’ ব্যান্ড তাদের প্রথম অ্যালবামেই মাত করে শ্রোতাদের। ১৯৯০-এ প্রকাশ হয় তাদের প্রথম অ্যালবাম ‘এভরিবডি এলস ইজ ডুয়িং ইট, সো হোয়াই ক্যান’ট উই’। দুনিয়াজুড়ে অ্যালবামটি বিক্রি হয় চল্লিশ মিলিয়ন কপি।

‘বিলবোর্ড ২০০’র চার্টে টপ টোয়েন্টির মধ্যে চারটি অ্যালবাম ছিল ‘ক্র্যানবেরিস’ ব্যান্ডের। ২০১১ সালে ব্যান্ডটি রেকর্ড করে তাদের ষষ্ঠ অ্যালবাম ‘রোজেস’, যা প্রকাশিত হয় ২০১২তে। ২০১৭তে প্রকাশ হয় ব্যান্ডের শেষ অ্যালবাম ‘সামথিং এলস’।

ডলর্স ও’রিয়রড্যানের মৃত্যুতে শোক জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর