নায়করাজের জন্মদিনের একাল-সেকাল
২৩ জানুয়ারি ২০১৯ ১৮:২৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সত্তর-আশির দশকে ক্যামেরার সামনে থেকে যিনি সরতে পারতেন না, এফডিসি ছিল যার ঘরবাড়ি, যার অভিনয় দেখে তোলপার শুরু হয়ে গেছে কোটি বাঙালির হৃদয়ে, তিনি চিত্রনায়ক রাজ্জাক, নায়করাজ নামেই যিনি সুপরিচিত। আজ (২৩ জানুয়ারি) প্রয়াত এই অভিনেতার ৭৭তম জন্মদিন। কিন্তু জৌলুস ছাড়াই কেটে গেলো নায়রাজের জন্মদিন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের কিছু ছবি প্রকাশ করেছেন চিত্রনায়ক রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট। নায়করাজ বেঁচে থাকতে বেশ ভালোভাবেই পালন করা হত দিনটি। পরিবার ছাড়াও চলচ্চিত্রের মানুষেরা, বিভিন্ন সংগঠন এই দিনটি পালন করত নানা আয়োজনে।
কিন্তু নায়করাজের মৃত্যুর পর অনেকে ভুলতে বসেছেন দিনটি। এখন আর নায়করাজের জন্মদিনে এফডিসিতে হয়না আয়োজন। নায়করাজের বাড়িতেও নেই তেমন কোনো আনুষ্ঠানিকতা। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যেও নেই দিনটি নিয়ে বারতি কোনো আগ্রহ।
তবে নায়ক রাজ হয়ে ওঠার গল্প নিয়ে তৈরী প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’ প্রচার হয়েছে চ্যানেল আইতে। এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে কীভাবে রাজ্জাক হয়ে উঠলেন দেশীয় চলচ্চিত্রের একটি অধ্যায়।
৯০ মিনিট ব্যাপ্তির জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’-এ আরও আছে তার কলকাতায় বেড়ে ওঠা, সেখানের নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের স্মৃতিচারণা, সিনেমার অংশ এবং রাজ্জাক অভিনীত সিনেমার গান। এছাড়া রাজ্জাককে নিয়ে কথা বলেছেন অভিনয়জীবনের সহশিল্পী কবরী, ববিতা।
নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল ২০১৮ এর ২১ আগস্ট। সেসময় প্রামাণ্যচিত্রটি প্রথমে চ্যানেল আই-এর পর্দায় এবং পরবর্তীতে সিনেপ্লেক্সে মুক্তি দেয়া হয়।
সারাবাংলা/পিএ/পিএম