Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাগরিক প্রেমের আখ্যান নিয়ে মিউজিক্যাল ফিল্ম ‘এমন মানুষ’


৪ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৮ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঞ্জয় সমদ্দার, তানজিব সারোয়ার ও বৃষ্টি ইসলাম

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

ভালোবাসা দিবস মানে ভালোবাসার ভেলায় ভাসা একটি দিন। এই দিনটিকে আরও একটু ভালোবাসাময় করতে কণ্ঠশিল্পীরা ভালোবাসার গান নিয়ে হাজির হন। তবে কেবল গান নয়, সেই গানের সঙ্গে থাকে চিত্রায়নও। কারণ গান এখন শুধু শোনার বিষয় নয়। গান এখন দেখার বিষয়ও বটে। এটাই দর্শক চাহিদা।

আর তাই দর্শক চাহিদা মাথায় রেখে এবার ভালোবাসা দিবসে সেরকম একটি ভালোবাসার গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার। শিরোনাম ‘এমন মানুষ’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।


আরও পড়ুন :  চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিতরা দায়িত্ব নিলেন


সম্প্রতি গানটির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম। যা পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। ঢাকার বিমান বন্দরের কাওলা এবং উত্তরা শুটিং হাউজে মিউজিক্যাল ফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে। এতে গান গাওয়ার পাশপাশি অভিনয়ও করেছেন তানজিব সারোয়ার। তার বিপরীতে বৃষ্টি ইসলামকে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে।

বিজ্ঞাপন

মিউজিক্যাল ফিল্ম প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বলেন, ‘ব্যক্তিগতভাবে গানটি আমার পছন্দের। তাই চেষ্টা করেছি, ভালো একটি কাজ করতে। গল্পটি নাগরিক প্রেমের, তবে এখনই তা খোলাসা করতে চাচ্ছি না।’

গানটি ১৪ ফ্রেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে অন্তর্জালে উন্মুক্ত করা হবে বলে জানান পরিচালক।

সারাবাংলা/আরএসও/


আরও পড়ুন :

.   রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি

.   আলাউদ্দিন আলীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান


এমন মানুষ তানজিব সারোয়ার বৃষ্টি ইসলাম সঞ্জয় সমদ্দার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর