Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নার্গিস ফাখরির উপলব্ধি


৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫০ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৮

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

বলিউড পাড়ায় নার্গিস ফাখরির অভিনয় নিয়ে সেভাবে আলোচনা কখনও হয়নি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বারবার বিনোদন পাতার খবর হয়েছেন তিনি। প্রেম, বিচ্ছেদ, অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনসহ একের পর এক নানা বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানি বংদ্ভোভুত এই তারকা।

মাঝখানে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন নার্গিস। মুক্তি পায়নি কোনো ছবি। বেশ একটা বিরতি দিয়ে এবার তিনি হাজির হচ্ছেন ‘অমাবস্যা’ ছবি নিয়ে। সম্প্রতি এই ছবির প্রচারে ভারতে গিয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি চলচ্চিত্রকে নিজের প্রথম পছন্দ নয় বলে জানান।


আরও পড়ুন :  মৌখিক ছাড়পত্র পেলো ‘ফাগুন হাওয়ায়’, সার্টিফিকেটের অপেক্ষা


ভারতীয় সংবাদ মাধ্যমকে নার্গিস বলেন, ‘অনেকদিন একটানা কাজ করার পর যখন আমি ছয় মাস বিরতি নেয়ার সিদ্ধান্ত নিলাম তখন আশেপাশের মানুষ দেখলাম হতাশ হয়ে পড়লেন। তারা আমাকে জানালেন, মানুষ আমাকে ভুলে যাবে। কিন্তু আমি বিশ্বাস করিনি। কারণ মানুষ যখন তার স্বপ্নের পেছনে ছোটে তখন সে অনেক কিছু ফেলে আসে। আমার বেলায়ও ঠিক তাই হয়েছিল।

তিনি আরও বলেন, আমি আমার ক্যারিয়ারের কথা ভেবে মায়ের সঙ্গে তিন বছর যোগাযোগ করিনি। তখন মা মেইল করে জিজ্ঞেস করেন, আমি বেঁচে আছি কিনা! তখন আমি বুঝতে পেরেছিলাম যে, এটা ঠিক হচ্ছে না। তখন থেকে আমি অভিনয়কে প্রথম পছন্দের তালিকা থেকে সরিয়ে দিয়েছি। কারণ জীবনে যদি আপন মানুষ কাছে না থাকে তাহলে তার পথচলা ব্যাহত হয়।’

‘অমাবস্যা’ ছবিটি পরিচালনা করেছেন ভূষাণ প্যাটেল। ভৌতিক ঘরানার এই ছবিটি মুক্তি পাবে ৮ ফেব্রুয়ারি। ছবিতে নার্গিস অভিনয় করেছেন অহনা নামের একটি চরিত্রে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   খাঁটি প্রেমিক হবেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী

.   ক্যান্সার চিকিৎসার মধ্যেই ফিরলেন শুটিংয়ে

.   তারকাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন আসিফ আকবর টিম

.   নাগরিক প্রেমের আখ্যান নিয়ে মিউজিক্যাল ফিল্ম ‘এমন মানুষ’

.   চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিতরা দায়িত্ব নিলেন

.   রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি

.   আলাউদ্দিন আলীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান


‘অমাবস্যা’ নার্গিস ফাখরি ভুষাণ প্যাটেল মুভি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর