Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চির নিদ্রায় শাম্মী আখতার


১৭ জানুয়ারি ২০১৮ ১৭:২৭ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ১৭:৩২

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

বুধবার (১৭ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে সমাহিত করা হয়েছে প্রখ্যাত কণ্ঠশিল্পী শাম্মী আখতারের মরদেহ। রাজধানীর শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।

শাম্মী আখতারের প্রথম ও একমাত্র জানাজা অনুষ্ঠিত হয় শান্তিনগরের আমিনবাগ জামে মসজিদে।

এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত কণ্ঠশিল্পীর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন। আরো ছিলেন সংগীতশিল্পী খুরশীদ আলম, রফিকুল আলম, প্রিন্স মাহমুদ, শফিক তুহিনসহ সংগীতাঙ্গনের বিশিষ্টজনেরা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ৪টা ২০ মিনিটে হাসপাতালে নেয়ার পথে মারা যান শাম্মী আখতার। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি।

চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমায় প্লেব্যাকের মধ্য দিয়ে। চলচ্চিত্রে প্রায় তিনশ’ গান গেয়েছেন তিনি। ২০১০ সালে ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাধা যায় না’ গানের জন্য সেরা কণ্ঠশিল্পী হিসেবে শাম্মী আখতার পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৫৭ সালের ১৬ ফেব্রুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন গুণী এই কণ্ঠশিল্পী।

সারাবাংলা/পিএ/কেবিএন

চির নিদ্রায় শাম্মী আখতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর