Saturday 09 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদাম তুসোতে প্রথমবার প্রিয়াঙ্কা চোপড়া


৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১১ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। প্রথমবারের মতো তৈরি করা হলো তার মোমের মূর্তি। নিউ ইয়র্কের মাদাম তুসো যাদুঘরে রাখা হয়েছে মোমের প্রিয়াঙ্কাকে। সম্প্রতি নিজেই মোমের প্রতিকৃতি নিজেই উদ্বোধন করেছেন প্রিয়াঙ্কা।

২০১৬ সালের অ্যামি অ্যাওয়ার্ডে লাল গাউন পরে লাল গালিচায় হেঁটেছিলেন প্রিয়াঙ্কা। সেই লুকটি নেয়া হয়েছে মোমের মূর্তি তৈরিতে। মাদাম তুসোর আরো তিনটি যাদুঘর লন্ডন, সিডনি এবং এশিয়ায় শিগগিরই রাখা হবে প্রিয়াঙ্কার আরো তিনটি মূর্তি।

https://www.instagram.com/p/BtlVYfMHptq/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

সম্মানজনক এই কাজের জন্য মাদাম তুসো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। নিজের মোমের মূর্তি উদ্বোধনের পর তিনি বেশ কিছু ছবি তুলেছেন সেখানে। সেগুলো আবার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সঙ্গে লিখেছেন, ‘নিউ ইয়র্কের মাদাম তুসোর যাদুঘরে আমার মোমের মূর্তি দেখে আমি খুবই খুশি। শিগগিরই আরো কিছু মূর্তি দেখতে পাবেন সবাই।’

বিজ্ঞাপন

https://www.instagram.com/p/BtlcBX-hFgh/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

মোমের মূর্তি তৈরি করার আগে মাদাম তুসো কর্তৃপক্ষকে যে ধরনের প্রস্তুতি নিতে হয় তার একটি ভিডিও প্রকাশ করেছেন তারা। এমনকী উদ্বোধনের একটি ভিডিও রয়েছে ইন্সটাগ্রামে। উদ্বোধনের সময় বেশ মজার সময় কাটিয়েছন প্রিয়াঙ্কা।

সারাবাংলা/পিএ

নিউ ইয়র্ক প্রিয়াঙ্কা চোপড়া মাদাম তুসো মোমের মূর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর