বদলে যাচ্ছে ভারতের পাইরেসি আইন
৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৪
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
শেষ দশ বছরে ভারতে আশঙ্কাজনক হারে বেড়েছে সিনেমা পাইরেসি। পাইরেসির কবলে পড়ে শাহরুখ-সালমান-আমিরের মতো তারকাদের সিনেমাও হচ্ছে ফ্লপ। ডিজিটাল মাধ্যম এবং অন্তর্জাল সেবা সহজলভ্য হওয়ার কারণেই এমন হচ্ছে বলে ধারণা করছে দেশটির নীতি নির্ধারকরা।
এবার পাইরেসি বন্ধে বেশ কঠোর অবস্থানে যাচ্ছে ভারত। ফিল্ম পাইরেসি ও কপিরাইট আইন লঙ্ঘন বন্ধ করতে দেশটির কেন্দ্রীয় মন্ত্রীসভা সিনেমাটোগ্রাফি আইনে সংশোধনী আনার প্রস্তাবে সম্মতি জানিয়েছে। সেই সঙ্গে দেশটিতে বিদ্যমান বেশ কয়েকটি সিনেমা আইন বাতিল করার কথাও ভাবছেন তারা।
আরও পড়ুন : অন্তর্জালে আসিফ আকবর-ডলি সায়ন্তনীর ‘ভালোবাসি জানটা’
সবকিছু ঠিক থাকলে ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফি আইনে বদল আনবে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। সিনেমাটোগ্রাফি আইনে অপরাধ নিয়ন্ত্রন নীতি আনতে সংশোধনী প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে।
সংশোধনীতে বলা হয়েছে, ‘ক্যামকর্ডিং এবং সিনেমার নকল’ করলে ১০ লক্ষ টাকা জরিমানাসহ তিন বছরের জেল হতে পারে। অনুমোদিত সংশোধনে বলা হয়, কেউ যদি কপিরাইট মালিকের লিখিত অনুমতি ছাড়া কোনওরকম রেকর্ডিং করেন কিংবা ছবির কপি করা হয় বা করার চেষ্টা করা হয়, এমনকি অনুলিপি তৈরি করে তা পাঠায়, সে ক্ষেত্রে সেই ব্যক্তি এই শাস্তির আওতায় পড়বে।
এদিকে চলচ্চিত্র ও তথ্য শিল্পের উন্নয়নের লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা ১ হাজার ৫৪ কোটি টাকা বরাদ্দ করেছে। এরমধ্যে ৪৩৫.০৪ কোটি টাকা অল ইন্ডিয়া রেডিও খাতে এবং ৬১৯.৪৮ টাকা দূরদর্শন টেলিভিশনের উন্নতির জন্য ব্যয় করা হবে বলেও জানানো হয়েছে।
সারাবাংলা/টিএস/পিএম
আরও পড়ুন :
. শেষ লড়াইয়ে নাফিসা আলী
. চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি
. দেশের ঊর্ধ্বে কিছুই নেই, দেশের জন্য কাজ করবো: সুবর্ণা মুস্তাফা
. বলিউডের পঙ্কজ ‘ঢাকা’য়!