‘দ্য পোস্ট’ দেখবে না লেবানন
১৮ জানুয়ারি ২০১৮ ১১:০২
এন্টারটেইনমেন্ট ডেস্ক
স্টিভেন স্পিলবার্গের ‘দ্য পোস্ট’ ছবিটি দেখবে না লেবানন! কারণ এই সিনেমার সব ধরণের প্রদর্শনী নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ছবিটি নিষিদ্ধ হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে মুভির পরিচালক স্টিভেন স্পিলবার্গ আরব লিগের কালো তালিকাভুক্ত!
২০০৬ সালের লেবানন-ইসরায়েল যুদ্ধে স্পিলবার্গ ইসরায়েলকে ১ মিলিয়ন মার্কিন ডলার যুদ্ধ সহায়তা দিয়েছিলেন। এ কারণে সে বছর থেকেই স্পিলবার্গকে বয়কটের ঘোষণা দেয় আরবলীগ।
এদিকে, শুক্রবার লেবাননে মুক্তি পাওয়ার কথা ছিল ‘দ্য পোস্ট’ ছবিটি। হঠাৎ করেই এই নিষেধাজ্ঞার ঘোষণায় অবাক হয়েছেন ছবিটির কলাকূশলীরা। স্টিভেন স্পিলবার্গ বলেন, ‘এমন ঘোষণা শুনে আমি হতাশ, তবে আমরা এই বিষয়ের দ্রুত সমাধানের চেষ্টা করছি।
‘দ্য পোস্ট’ ছবিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস ও মেরিল স্ট্রিপ।
সারাবাংলা/টিএস