Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজমৌলিকেই চূড়ান্ত করলেন আমির


১৮ জানুয়ারি ২০১৮ ১৩:০৬

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ভারতীয় চলচ্চিত্র জগতের দুই সুপারস্টার এক হয়েছেন। একজন ক্যামেরার সামনের তারকা অন্যজন ক্যামেরার পেছনের। একজন বলিউড সুপারস্টার আমির খান। আর অন্যজন হচ্ছেন বাহুবলি সিনেমার পরিচালক এস এস রাজমৌলি।

বাহুবলি সিনেমার মাধ্যমে শুধু তামিল সিনেমা নয় বরং ভারতীয় সিনেমাই ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে আন্তর্জাতিক মহলে। তাই কোনো ঝুঁকি না নিয়ে সেই ছবির পরিচালককেই পরবর্তী সিনেমার পরিচালক হিসেবে চূড়ান্ত করেছেন আমির খান।

বেশকিছুদিন আগেই আমির ঘোষণা দেন মহাভারত থেকে সিনেমা নির্মাণের। আর দেরি নয় সিনেমার কাজ শুরু হবে আগামী বছর থেকেই। মহাভারতের বিভিন্ন অংশ থেকে অন্তত পাঁচটি সিনেমা নির্মিত হবে আমিরের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

সেই কর্মযজ্ঞে যুক্ত হলেন পরিচালক এসএস রাজমৌলি। শুরুতে খবরটা বিশ্বাসই করতে পারছিলেন না রাজমৌলি। বিস্ময় কাটার পর তিনি কথা বলেন সংবাদ মাধ্যমের সাথে। জানান, ‘এখন আমাদের অনেক পরিকল্পনা করতে হবে। চূড়ান্ত করতে হবে মহাভারতের কোন অংশ হবে সিনেমার প্লট। আশা করছি এ ব্যাপারে আমির খানের সাহায্য পাবো।’

রাজমৌলি ভেবেছিলেন মহাভারত একটি গেম তৈরি হবে যা ভাষান্তর হবে হিন্দিতে। ‘তেলেগু ইন্ডাস্ট্রিতে মহাভারতের বিভিন্ন অংশ নিয়ে ব্যবসাসফল অনেক সিনেমা নির্মিত হয়েছে। কিন্তু বলিউডে মহাকাব্যিক সিনেমা সম্পর্কে আমার ভালো ধারণা নেই।’

মহাভারত থেকে আমিরের সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেয়াকে সঠিক বলে মনে করেন রামৌলি। তিনি বলেন, ‘মহাভারত এখন খুবই সময়োপযোগি। মহাকাব্যিক সিনেমাটি নির্মাণ যে কোনো পরিচালকের জন্যই চ্যালেঞ্জ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/ পিএম     

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর