Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রসুই ঘরে আরিফিন শুভ’র রান্না কেমন?


২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৯ ১২:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

‘আহা রে’ আরিফিন শুভ অভিনীত প্রথম কলকাতার ছবি। দুই বাংলার রাঁধুনী আর সঙ্গে রান্না নিয়ে যে প্রেমের গল্প সাজিয়েছেন চিত্রনাট্যকার ও পরিচালক রঞ্জণ ঘোষ, তা সুস্বাদু হবে বলেই ধারণা করা হচ্ছে।

শিল্পী আরিফিন শুভ ‘আহা রে’ ছবিটিকে সারাংশমূলক ব্যাখা করছেন এভাবে- ‘আহা রে’ ছবিটি হলো দুটো মানুষ। দুটো দেশ। একটা সরস্বতী পূজা। প্রেম। বন্ধুত্ব। ম্যাজিক।’

ছবিটি নিয়ে আরো বলতে গিয়ে অবশ্য পুরনো কথায় চলে যান শুভ। বললেন ছবিটির সঙ্গে কীভাবে যুক্ত হলেন।

‘ঋতুপর্ণা সেনগুপ্তর জন্যই আমার এই প্ল্যাটফর্ম। ও রঞ্জনকে বলে আমায় কাস্ট করতে। ঋতুর সঙ্গে আগেও ছবিতে কাজ করেছি। এ ছবি করতে করতে বন্ধুত্ব গাঢ় হল। আর পেলাম রঞ্জনদার মতো পরিচালক। সোহাগ সেনের সান্নিধ্যে অভিনয়চর্চা সমৃদ্ধ হল। আমাদের ডিওপি (ডিরেক্টর অব ফটোগ্রাফি) হারিনায়ার। একজন মানুষ হিসেবে দেখেছি এত গুণী মানুষ অথচ মুখে কোনও কথা নেই। রঞ্জনের কাছ থেকে পরিমিতিবোধ শিখেছি। আর ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে শিখেছি স্পিড। ও রকেটলঞ্চার। এত বছর পরে এত কাজের এনার্জি! আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমার মনে হয়, ধুর ভাল লাগছে না। সেটা জানি ভুল, তা-ও মনে হয়। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখছি বাটন অন, ছুটছেন। জানতে চাই, কোন চাল খাও? ম্যাজিক পিলটার নাম বলো না, কিছুতেই বলে না কিন্তু।’

বিজ্ঞাপন

আরিফিন শুভ সময়কে ভালোই বুঝতে পারেন। সেটা বোঝা যায় চরিত্রের জন্য নিজেকে তৈরি করার ইচ্ছা আর প্রচেষ্টা দেখে। এখন তিনি নতুন একটি ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত। শুভকে বাণিজ্যিক ছবিতেই বেশি দেখা গেছে। তবে তিনি এটা ভালোই বুঝতে পারেন যে সময়টা এখন গল্পের। তার উত্তরেও তাই বোঝা গেল।

‘সারা পৃথিবীতেই তাই হচ্ছে এখন। টম ক্রুজকেই দেখুন, কনভেনশনাল সুপারস্টার হয়েও কাজের ধারা বদলাচ্ছেন। আহা রে- কিন্তু গল্পের ছবি। আমি খুব বিশ্বাসের সঙ্গে বলছি কথাটা। যার হৃদয় আছে, অনুভূতি আছে, তারা আহা রে- দেখবেন। এটা এ রকম ছবি নয় যে ছবি চলছে চলুক, একটু পপকর্ন খেয়ে আসি। এই ছবিতে এলিমেন্ট আছে। একটা গল্প সুন্দর করে বলা হচ্ছে। যার মনে একটু প্রেম আছে সে বুঝবে ছবিটা।’

‘আহা রে’ ছবিতে নাকি শুভ গানও গেয়েছেন। আর এই তথ্যটি দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেই।

বিদেশি পত্রিকা অবলম্বনে

ছবি: সংগৃহীত

সারাবাংলা/পিএ

আরিফিন শুভ আহা রে ঋতুপর্ণা সেনগুপ্ত রঞ্জন ঘোষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর