বেঙ্গালুরু উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’
২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:১১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম আসর শুরু হয়েছ। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে দেখানো হচ্ছে ৬০টি দেশের ২২৫টি চলচ্চিত্র। এরমধ্যে বাংলাদেশ থেকে একমাত্র চলচ্চিত্র হিসেবে উৎসবে লড়াই করছে ইমপ্রেস টেলিফিল্ম এর ছবি ‘ইতি, তোমারই ঢাকা’।
‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রের ক্রিয়েটিভ প্রযোজক আবু শাহেদ ইমন জানান, ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ১১তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটি একবার প্রদর্শিত হয়েছে। আরেকটি প্রদর্শনী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।
আরও পড়ুন : জয় শাহরিয়ারের নতুন গানে কামরুজ্জামান রাব্বি
৮ দিনব্যাপী বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৫টি ভিন্ন ভিন্ন বিভাগে দেখানো হচ্ছে মোট ২২৫টি সিনেমা। এরমধ্যে ‘এশিয়ান সিনেমা’ বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘ইতি, তোমারই ঢাকা’।
এই ছবিটি ছাড়াও এশিয়ান সিনেমা বিভাগে স্থান করে নিয়েছে ভারতীয় দেবাশীষ মুখার্জীর ‘বোঁসলে’, ফিলিস্তিনি ‘স্ক্রু ড্রাইভার’, চীনের ‘দ্য রিব’ এবং শ্রীলঙ্কান ‘দ্য ফ্রজেন ফায়ার’ ছবিগুলো।
সম্প্রতি জয়পুর চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার জিতে নিয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’। এছাড়া কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’।
গেলো অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’– এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটির।
সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা নির্মাণ করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।
সারাবাংলা/পিএ/আরএসও
আরও পড়ুন :
. কান চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান ইনারিতু
. যে ছবির মাধ্যমে মিলছেন সালমান-বানসালি
. ধ্রুব এষের কথায় আজম খানকে শ্রদ্ধা
. বিশ্বাস, অবিশ্বাস আর আতঙ্কের আভাস দিলো ‘সাপলুডু’
. করণ-এ ফিরলেন কারিনা