Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন হেনস্তার অভিজ্ঞতা নিয়ে তনুশ্রী’র ছবি


৩ মার্চ ২০১৯ ১৫:৪৪

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। মাস কয়েক আগে বলিউডে ‘মিটু’ মুভমেন্ট শুরু হয়েছিল তার হাত ধরেই। ব্যক্তিগত যৌন হেনস্থার ঘটনা বলিউডে প্রথম প্রকাশ্যে বলেন তিনি। তনুশ্রীর অভিযোগের তীর ছিল অভিনেতা নানা পটেকরের দিকে।

তার পরই বলিউডে উঠতে থাকে যৌন হেনস্তার আরও কিছু ঘটনা। বলিউডের তারকা মহলের তারকারা একের পর এক নিজেদের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে নিয়ে আসতে থাকেন। অভিযোগের আঙুল ওঠে বহু পরিচালক, অভিনেতা, প্রযোজকদের দিকে।


আরও পড়ুন :  বাবার গান নিয়ে ছেলের উদ্যোগ


সেই সব অভিজ্ঞতা নিয়েই এবার নির্মিত হয়েছে চলচ্চিত্র। আর এই ছবিটি নির্মাণ করেছেন তনুশ্রী দত্ত। তবে এটি কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র না। নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। জানিয়েছে ভারতীয় গণ-মাধ্যম।

এই ছবি প্রসঙ্গে তনুশ্রী বলেন, ‘শোবিজ অথবা অন্য যে কোনও ক্ষেত্রে নতুন যারা কাজ করতে আসছেন, তাদের কত রকম ভাবে হেনস্থা করা হয় সে সব থাকবে ছবিতে। নতুনরা কোনও পরামর্শদাতাও পায় না এ সময়।’

একটি অনলাইন প্ল্যাটফর্ম এই শর্ট ফিল্মটির প্রযোজনা করেছে। অনলাইনেই আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পাবে এই ছবি। তনুশ্রী নিজেও অভিনয় করেছেন এই ছবিতে। সংলাপ লিখেছেন নিজের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। প্রায় ন’বছর পর এই ছবির মাধ্যমেই ফের ক্যামেরার সামনে আসছেন তনুশ্রী।

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :

.   এবার তেলেগু রোমান্টিক ছবিতে বাংলাদেশের মেঘলা মুক্তা

.   সারা’র নিন্দায় মুখর বলিউড

.   দারুণ সাড়া পাচ্ছে জয় বাংলা কনসার্ট

.   সুস্থ হয়েছেন ইরফান খান?

.   হৃত্বিক রোশনে মুগ্ধ তামান্না ভাটিয়া


আরও দেখুন :

‘জীবনানন্দ দাসকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না’ : তৌকীর আহমেদ

বিজ্ঞাপন

তনুশ্রী দত্ত স্বল্পদৈর্ঘ্য সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর