Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলা’বে বক্স অফিস!


৯ মার্চ ২০১৯ ১৫:৩৯ | আপডেট: ৯ মার্চ ২০১৯ ১৫:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

গতকাল (শুক্রবার) ভারতে মুক্তি পেয়েছে সুজয় ঘোষের সিনেমা ‘বদলা’। শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি প্রথম দিনে ভালো ব্যবসা করেছে।

ক্রাইম থ্রিলার ধাঁচের ছবি ‘বদলা’। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু। প্রথম দিনে প্রায় ছয় কোটি রুপি আয় করেছে এই ছবি। বক্স অফিস রিপোর্ট থেকে খরটি জানিয়েছেন ভারতের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ।


আরও পড়ুন :  বাহার বেগমকে চন্দ্রমুখীর মতো মানতে নারাজ মাধুরী


টুইটারে তরণ আদর্শ লিখেছেন, মুক্তির প্রথম দিন শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৫.০৪ কোটি রুপি। এদিন সকালের দিকে কম থাকলেও সন্ধ্যায় দর্শক সংখ্যা বাড়তে থাকে। দ্বিতীয় দিনে ছবিটির আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত পিঙ্ক সিনেমার পর বদলা’তে আবারো অমিতাভের সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু। এছাড়া অভিনয় করেছেন অমৃতা সিং। ভারতের প্রায় সাড়ে নয় শ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। নির্মাণ, প্রচার ও বিজ্ঞাপন মিলিয়ে ছবিটির মোট ব্যয় ২০ কোটি রুপি।

বদলা সিনেমায় একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, যিনি ৪০ বছরে কোনো মামলা হারেননি। অন্যদিকে একজন সন্দেহভাজন খুনির চরিত্রে দেখা গেছে তাপসীকে। স্প্যানিশ ভাষার দি ইনভিজিবল গেস্ট সিনেমার ভারতীয় সংস্করণ এটি। ছবিটির কাহিনী লিখেছেন স্প্যানিশ গল্পকার অরিওল পাওলো।

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :

.   অন্তর্জালে অন্তরঙ্গ ভিডিও প্রকাশ করলের সুস্মিতা সেন

.   নিক জোনাসের অনুপ্রেরণা প্রিয়াঙ্কা চোপড়া

.   প্রতি উপজেলায় সিনেপ্লেক্স নির্মাণ করা হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী


আরও দেখুন :

জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ

অমিতাভ বচ্চন তাপসী পান্নু বদলা শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর