Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ‘সিগনেচার অফ রিদম’ কনসার্ট


১০ মার্চ ২০১৯ ১৫:৫৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঢাকায় গাইতে আসছেন ভারতের জনপ্রিয় শিল্পী মোনালী ঠাকুর, কন্ঠশিল্পী ও সুরকার অনুপর রায় এবং ব্যান্ড তারকা সুরজিৎ চট্টোপাধ্যায় ও তার বন্ধুরা। আসছে ২২ মার্চ ‘সিগনেচার অফ রিদম’ কনসার্টে গান গাইবেন তারা। কনসার্টটি হবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির এক্সপোজ জোনে।

‘সিগনেচার অফ রিদম’ কনসার্টে আরও গান করবেন বাংলাদেশের রকস্টার নগর বাউলখ্যাত জেমস। এছাড়াও থাকবে চিরকুট ব্যান্ডের পরিবেশনা।

২২ মার্চ বিকেল চারটা থেকে ‘সিগনেচার অফ রিদম’ কনসার্ট শুরু হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান এসকিউ মারকম লিমিটেড।

সারাবাংলা/পিএম

অনুপম রায় চিরকুট জেমস মোনালী ঠাকুর সিগনেচার অফ রিদম সুরজিৎ চট্টোপাধ্যায়