Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোট পর্দায় নতুন ধারাবাহিক ‘গোল্ডেন ভাই’


১১ মার্চ ২০১৯ ১৮:৫৭

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘গোল্ডেন ভাই’। ১২ মার্চ থেকে চ্যানেল আইয়ের পর্দায় নাটকটি দেখতে পাবেন দর্শকরা। প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে ‘গোল্ডেন ভাই’।

মেজবাহউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। তিনি সারাবাংলাকে বলেন, ‘নাটকটি অ্যাকশন কমেডি ধাঁচের। এবার আমরা চেষ্টা করেছি অ্যাকশন এবং কমেডিকে একসঙ্গে করতে।’


আরও পড়ুন :  শিল্পী মুস্তাফা মনোয়ার পাচ্ছেন ‘সুলতান পদক ২০১৮’


তিনি আরও বলেন, ‘সাধারণত ধারাবাহিক নাটকে ইনডোর শুটিং বেশি করার একটা প্রবনতা থাকে। এই নাটকের ক্ষেত্রে আমরা আউটডোর শুটিং বেশি রাখার চেষ্টা করেছি। আমরা ডকইয়ার্ডে শুটিং করেছি। দৃশ্যধারণের জন্য ড্রোন ব্যবহার করেছি। যা সাধারণত সিঙ্গেল নাটকের ক্ষেত্রে হয়।’

নাটকটি আপাতত ৫৫ পর্ব প্রচারের পরিকল্পনা আছে সংশ্লিষ্টদের। পরিচালক জানান ১৩ পর্বের কাজ শেষ হয়েছে। শুটিং চলবে আরও অনেক দিন।

ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন নাদিয়া মীম, সারওয়াত আজাদ বৃষ্টি, আরফান নিশো, শতাব্দী ওয়াদুদ, প্রভা, অপর্ণা, ফারুক আহমেদ, শিমুল সরকার, আশরাফুল আশিষ, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি, কচি খন্দকার, তানিয়া আহমেদসহ অনেকে।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

.   পর্দায় দেখা মিলবে মাদার তেরেসার

.   নোবেলের গান গাওয়া নিয়ে লুকোচুরি গল্প!

.   এবার ‘ল্যায়লা’ হচ্ছেন আঁখি আলমগীর

.   উকিল মুন্সি স্মরণে বাউল উৎসব

.   সৃজিতের ছবিতে নোবেলের প্রথম প্লেব্যাক


আরও দেখুন :

জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ

বিজ্ঞাপন

গোল্ডেন ভাই ধারাবাহিক নাটক

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর