Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, বাড়বে ঢাকার তাপমাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৫ ০৮:৫২ | আপডেট: ৯ জুন ২০২৫ ১৩:৫১

ছবি: সারাবাংলা

ঢাকা: মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় ৬ জুন থেকে সারাদেশে বৃষ্টি কমে বেড়েছে গরম। ফলে দেশজুড়ে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকায় তাপমাত্রার পারদ উঠেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ তাপমাত্রা আজও বাড়তি থাকতে পারে।

সোমবার (৯ জুন) সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। ফলে নগরবাসী আজ আরও বেশি গরম অনুভব করবেন।

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। আর দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, সকালে বাতাসে আদ্রতা ছিল ৮৮ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, রোববার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়া রাজশাহী, রংপুর ও পঞ্চগড়, ফেনী ও ময়মনসিংহ জেলায় জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

সারাবাংলা/এনএল/এমপি

আবহাওয়া তাপপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর