Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফরেস্ট গাম্প’ হিন্দি সংস্করণের নামপ্রকাশ


১৪ মার্চ ২০১৯ ১৭:৪২ | আপডেট: ১৪ মার্চ ২০১৯ ১৭:৫৭

আমির খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

শোনা যাচ্ছিল, আমির খান অস্কারজয়ী ‘ফরেস্ট গাম্ব’ ছবির হিন্দি রিমেক করতে চান। ভারতীয় সংবাদমাধ্যমেও বছর খানেক আগে এ নিয়ে কয়েক দফা খবর প্রকাশিত হয়। কিন্তু আমির খান তখন কিছু বলেননি।

তবে এবার আমির খান নিজের ৫৪তম জন্মদিনে ওই প্রকাশিত খবরের সত্যতা স্বীকার করেন। সেই সাথে ছবি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণাও দেন তিনি। ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেকের নাম রাখা হয়েছে ‘লাল সিং চাধা’।

এটি পরিচালনা করবেন অদ্বৈত চন্দন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। এর আগে এই পরিচালক আমির খান প্রোডাকশনের ‘সিক্রেট সুপারস্টার’ পরিচালনা করেছিলেন।

নতুন ছবির ঘোষণায় আমির খান বলেন, ‘আমি মিডিয়ার মাধ্যমে ভক্তদের জানাতে চাই যে, আমি আমার নতুন ছবির সবকিছু চূড়ান্ত করে ফেলেছি। ছবির নাম “লাল সিং চাধা”। এটি আমেরিকান ছবি “ফরেস্ট গাম্প” এর রিমেক। এটি প্রযোজনা করবে ভায়াকম এইটটিন মোশন পিকচার্স ও আমির খান প্রোডাকশন। আমরা প্যারামাউন্ট পিকচার্স থেকে ছবির স্বত্ব কিনে নিয়েছি।’

জানা গেছে, এই ছবিতে অভিনয়ের জন্য এরইমধ্যে প্রস্তুতি নেয়া শুরু করেছেন আমির খান। গত ছয় মাস ধরে তার এই প্রস্তুতি চলছে।

‘ফরেস্ট গাম্প’ ১৯৯৪ সালে অস্কার পুরস্কার অর্জন করে। এটি মূলত একজন স্বল্পবুদ্ধির মানুষের বেড়ে উঠা ও জীবনকে দেখার গল্প। যেখানে তার চোখ দিয়ে দেখানো হয়েছে আমেরিকার গুরুত্বপূর্ণ অনেক ইতিহাস। হিন্দি সংস্করণে সম্ভবত দেখানো হবে ভারতের ইতিহাস।

পড়ুন এ সংক্রান্ত আগের খবর: ফরেস্ট গাম্প হবেন আমির খান!

 

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম


আরও পড়ুন :

.   ‘আইফ্লিক্স’-এ দেখা যাবে ‘ফাগুন হাওয়ায়’

.   রাজমৌলির পরিচালনায় অজয়-আলিয়া

.   ছবিটি দেখলে শুভকে ‘অপু’ বলেই মনে হবে: শুভ্রজিৎ মিত্র

.   বিলবোর্ড টপচার্টে জোনাস ব্রাদার

.   যৌন হেনস্তার কথা প্রকাশ্যে বলবেন না সানা!


আরও দেখুন :

জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ

বিজ্ঞাপন

অদ্বৈত চন্দন আমির খান লাল সিং চাধা